- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৫, ২০২৩
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জোড়া সোনা। পদক জিতলেন নীতু আর সুইটি
প্রতিযোগিতার প্রথম থেকেই স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন ভারতের বক্সিংপ্রেমীরা। প্রত্যাশামতোই মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন নীতু ঘাঙ্ঘাস। শনিবার ৪৮ কেজি বিভাগের ফাইনালে উড়িয়ে দিলেন হারালেন মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেতসেগকে। ৮১ কেজি বিভাগে সোনা জিতেছেন সুইটি বোরাও। এই দুই বক্সারের হাত ধরে বিশ্বচ্যাম্পিয়নশিপে দু’দুটি সোনা এল ভারতের ঘরে। রবিবার নিখাত জারিন ও লভলিনা বরগোহাইন সোনা জিতলে ১৭ বছর আগেকার কৃতিত্ব স্পর্শ করবে ভারত।
২২ বছর বয়সী হরিয়ানার এই বক্সার আগেই পদক নিশ্চিত করেছিলেন। যুব বিশ্ব বক্সিংয়ে আগেই দু’দুবার সোনা জিতেছিলেন নীতু। জীবনের প্রথমবার সিনিয়রদের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতেন কিনা সেটাই ছিল। শেষ পর্যন্ত বাজিমাত নীতু ঘাঙ্ঘাসের। এদিন ফাইনালে শুরু থেকেই দাপট ছিল নীতুর। আক্রমণাত্মক মেজাজে শুরু করে প্রথম রাউন্ডেই ৫–০ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়ান মঙ্গোলিয়ার বক্সার লুৎসাইখান আলতানসেতসেগ। দুর্দান্ত লড়াইয়ের পর দ্বিতীয় রাউন্ডে ফল দাঁড়ায় ৩–২। ষষ্ঠ ভারতীয় হিসেবে নীতু ঘাঙ্ঘাস বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন।
এদিন ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন সুইটি বোরা। ৮১ কেজি বিভাগের ফাইনালে তিনি হারিয়েছেন চীনের ওয়াং লিনাকে। নীতুর মতো সুইটির জয় সহজে আসেনি। ওয়াং লিনার বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জিততে হয়েছে সুইটিকে। প্রথম রাউন্ডে ৩–২ ব্যবধানে জেতেন। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা রকরেন ওয়াং লিনা। দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডেও ৩–২ ব্যবধানে জিতে নেন সুইটি। তৃতীয় রাউন্ডে মরিয়া হয়ে ওঠেন লিনা। কিন্তু তাঁকে ম্যাচে ফিরে আসার সুযোগ দেননি সুইটি। দুর্দান্ত রক্ষণ করে বাউট জিতে নেন। শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে জিতে সোনা তুলে নেন সুইটি বোরা।
❤ Support Us







