Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৪, ২০২৪

বিধানসভাকে উপেক্ষা করে নতুন বিধায়ককে চিঠি রাজভবনের ,আবারও প্রকাশ্যে রাজ্য- রাজ্যপাল সংঘাত

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভাকে উপেক্ষা করে নতুন বিধায়ককে চিঠি রাজভবনের ,আবারও প্রকাশ্যে রাজ্য- রাজ্যপাল সংঘাত

লোকসভা ভোট চলাকালীন বরানগর ও ভগবানগোলা এই দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন চলছিল। তার ফলপ্রকাশও হয়ে গিয়েছিল। বরানগরে জয়ী তৃণমূলের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণের জন্য রাজভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে ২৬ জুন তাঁকে রাজভবনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে । নিয়ম অনুযায়ী বিধানসভাকে আগে বিষয়টি অবগত করা দরকার। তবে তা না করেই রাজভবনের তরফে চিঠি পাঠানোর বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছেনা তৃণমূল। পাশাপাশি ভগবানগোলার নির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন সরকারকে রাজভবনের তরফে কোনও আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। তাই ঘাস ফুল শিবিরের তরফে রাজভবনের থেকে দুরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেলেও রাজভবনের তরফে কোনও বার্তা না আসায় ওই দুই বিধানসভা ক্ষেত্রের দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে আছে। প্রবীণতম মহিলা বিধায়ক-সহ আরও কিছু তথ্য চেয়ে রাজ্যপাল বোস চিঠি পাঠিয়েছেন।ইতিমধ্যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি পাঠিয়ে তাঁর ‘সাংবিধানিক দায়িত্ব’ স্মরণ করিয়ে দিয়েছেন। । বরানগর থেকে জয়ী তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উপনির্বাচনের ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথগ্রহণ প্রক্রিয়ার ভার দেন রাজ্যপাল। কিন্তু সেটা করা হল না। এক্ষেত্রে বিধানসভাকে কিছু না জানিয়ে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে। ভগবানগোলার বিধায়ককে এখনও কোনও চিঠি পাঠানো হয়নি বলে শুনেছি। সেখানে আমি একা কেন যাব ?’ পাশাপাশি তাঁর অভিযোগ তাঁর পরিবারের লোকজনকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি। সায়ন্তিকা পাল্টা রাজভবনকে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সুত্রের খবর, ওই চিঠিতে তিনি কে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজভবনের কাছে তা জানতে চাইবেন তিনি ।
ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার জানিয়েছেন যে, রাজভবনের তরফে এখনও তাঁকে কোনও চিঠি পাঠানো হয়নি। তাঁর বক্তব্য, তিন সপ্তাহ পরে শপথ নিতে না পারা গণতন্ত্রের পক্ষে অশুভ ইঙ্গিত। বিধানসভার স্পিকার যা বলবেন, তাই করবো।
রাজ্যের রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘রাজভবন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অসম্মানিত করছে।’ নিয়ম অনুযায়ী , মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা রাজভবনে শপথ গ্রহণ করেন। বাকি বিধায়কেরা শপথ নেন বিধানসভায়। সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব অর্পিত হয় বিধানসভার অধ্যক্ষের ওপর। সায়ন্তিকা ও রেয়াত হোসেন দুজনেই এখন দলের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!