Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২২, ২০২৩

“প্রতিটি পণ্যের উপর ১ কোটি টাকা জরিমানা….”, পতঞ্জলিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
“প্রতিটি পণ্যের উপর ১ কোটি টাকা জরিমানা….”, পতঞ্জলিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার সুপ্রিম কোর্ট  যোগগুরু রামদেব প্রতিষ্ঠিত পতঞ্জলি আয়ুর্বেদক, যারা মূলত ভেষজ পণ্যের ব্যবসা করে, তাদের উৎপাদিত পণ্য নিয়ে ” মিথ্যা” ও “বিভ্রান্তিকর” প্রচার ও বিজ্ঞাপন দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছে। এই আয়ুর্বেদ সংস্থা তাদের উৎপাদিত পণ্যে বিভিন্ন রোগ নিরাময় বিষয়ে বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই শীর্ষ আদালত এই সতর্কতা দিয়েছে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শীর্ষ আদালতে পতঞ্জলির উৎপাদিত কিছু পণ্যে এই মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে আবেদন করেছিল। আদালত এই আবেদনের ভিত্তিতে এই আয়র্বেদ সংস্থাকে সতর্ক করে জানিয়েছে, এই ধরনের সমস্ত মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে। আদালত এই ধরনের কোনও বেনিয়মকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এই মামলার শুনানির সময় বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং প্রশান্ত কুমার মিশ্রর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে এই পর্যবেক্ষণ করেছে।

২০২২ এর ২৩ অগস্ট, টিকা অভিযান এবং আধুনিক অষুধের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে আইএমএ-র অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আয়ুশ এবং পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল। সংক্ষিপ্ত শুনানির সময় বেঞ্চ পতঞ্জলি আয়ুর্বেদকে আধুনিক ওষুধ ব্যবস্থার বিরুদ্ধে বিভ্রান্তিকর দাবি এবং বিজ্ঞাপন প্রকাশ না করার নির্দেশ দিয়েছিল। তখন বেঞ্চ নলেছিল, যদি এই মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে তাদের পণ্য একটি নির্দিষ্ট রোগ সারাতে সক্ষম, এই দাবির স্বপক্ষে মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ না করে, তাহলে পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিটি পণ্যের উপর ১ কোটি টাকা জরিমানা আরোপ করা হতে পারে।

শীর্ষ আদালত কেন্দ্রের পক্ষের আইনজীবীকে বলেছিল, নির্দিষ্ট রোগ সারাতে পারে বলে কিছু ওষুধের যে মিথ্যা বিজ্ঞাপনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা বন্ধ করতে প্রতিকার খুঁজুন। বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি ৫ ফেব্রুয়ারি ধার্য করেছে।
শীর্ষ আাদালত যখন এই আবেদনের ভিত্তিতে রামদেবের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল তাতে উল্লেখ করা ছিল, অ্যালোপ্যাথীক ডাক্তার ও সেই বিষয়ে চর্চা করেন যাঁরা তাঁদের বিরুদ্ধে প্রচারের ক্ষেত্রে সংযত ও বিরত থাকতে হবে।

রামদেবের এই মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন বিষয়ে তৎকালীন প্রধান বিচারপতি এনভি রমনার ডিভিশন বেঞ্চ বলেছিল, যোগব্যায়ামকে জনপ্রিয় করার জন্য রামদেবকে সবাই সম্মান ও শ্রদ্ধা করে। যোগব্যায়মের জন্য তাঁর কাছে অনেকে যান। কিন্তু তিনি যে বিজ্ঞাপন অ্যালোপ্যাথীক চিকিৎসকদের বিরুদ্ধে করছেন তাতে তিনি চিকিৎসকদের খুনি বা সমতুল্য হিসাবে উল্লেখ করছেন। আয়ুর্বেদ যে পদ্ধতিই অনুসরণ করুক না কেন তা যে কাজ করবেই তার গ্যারিন্টি কোথায়?

আইএমএ তাদের আবেদনে রামদেবের সংস্থার কিছু বিজ্ঞাপন উল্লেখ করেছে যে খানে অ্যালোপ্যাথীক চিকিৎসকদের অপমানজনক বিশেষণে বিশেষিত করা হয়েছে। এই বিজ্ঞাপনগুলিতে উল্লেখ করা হয়েছে, আধুনিক ওষুধ খাওয়া সত্ত্বেও চিকিৎসকরা নিজেরাই মারা যাচ্ছেন। আইএমএ তাদের অভিযোগের আবেদনে উল্লেখ করেছিল, কোভিড ১৯ -এর টিকা ব্যবহার ও তার প্রচারের বিরুদ্ধে মানুষকে নিরুৎসাহিত করার জন্য এটি আসলে একটি সমন্বিত প্রচার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!