Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৭, ২০২২

মানবাধিকার ইস্যুতে কাতারের নিন্দা অস্ট্রেলিয়ার ফুটবল দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
মানবাধিকার ইস্যুতে কাতারের নিন্দা অস্ট্রেলিয়ার ফুটবল দলের

১২ বছর আগে বিশ্বকাপের দায়িত্ব পাওয়ার পর থেকেই কাতারকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছিল। প্রশ্ন ওঠার মুলে ছিল কাতার প্রশাসনের রক্ষণশীল নীতি। অন্যান্য দেশের তুলনায় কাতারের নিয়মকানুন অনেক কঠোর। পাশ্চাত্য দেশের ফুটবল সমর্থকরা কতটা কাতারের নিয়ম মেন চলতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্টের পক্ষ থেকে কাতার প্রশাসনকে বিদেশিদের ব্যাপারে কিছুটা নমনীয় হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এবার মানবাধিকার ইস্যুতে কাতার প্রশাসনের নিন্দা করেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। তারা কাতারে অভিবাসী শ্রমিকদের সমস্যার প্রতিকার করার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সরকারিভাবে একটা প্রেস বিবৃতিতে অস্ট্রেলিয়া ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার ফুটবল দলের দায়িত্ব দেশের সমর্থক, খেলোয়াড়, ফুটবল পরিবারের প্রতিনিধিত্ব করার। অস্ট্রেলিয়ার সবচেয়ে বহুসাংস্কৃতিক, বৈচিত্র্যলময় খেলার অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ২০২২ কাতার বিশ্বকাপে আমার অংশগ্রহনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং বিশ্বব্যাপী ও আভ্যন্তরীন ব্যাপারে কিছু পরিবর্তন করার সুযোগ পেয়েছি। অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবলার সংস্থার (PFA) সহযোগিতায় অস্ট্রেলিয়ার পুরুষ ফুটবল দল ২০২২ কাতার বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকা শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে। অভিবাসী শ্রমিকদের সঙ্গে যেরকম অমানবিক আচরণ করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য অনুরোধ করছি।’

প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করতে পারব। আমারা শ্রমিকদের পাশে দাঁড়াতে পারব বলে আশা করছি। অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল সংস্থার সঙ্গে ফুটবল অস্ট্রেলিয়া কাতারে অভিবাসী শ্রমিকদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপন করবে, যা এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চালু থাকবে। ফুটবল অস্ট্রেলিয়া সমকামী সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা আশা করব কাতারে বিশ্বকাপ চলার সময় সমকামীদের ভালভাবে অব্যর্থনা জানানো হবে। এবং তারা যাতে নিরাপদে কাতারে চলাচল করতে পারে, তার ব্যবস্থাও করতে হবে।’

তবে অস্ট্রেলিয়া দল স্বীকার করেছে যে, বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর কাতার শ্রম অধিকার বৃদ্ধির জন্য বেশ কিছু সংস্কার করেছে। আগে কাতারের আইন ছিল, নিয়োগকর্তা শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নিয়ে তাদের দেশ ত্যাগ করতে বাধা দিতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!