- এই মুহূর্তে
- মার্চ ১, ২০২২
যুদ্ধগ্রস্ত ইউক্রেনে আরেক সঙ্কট। সব হাসপাতাল প্রায় অক্সিজেন-শূন্য, উদ্বিগ্ন হু ।
করোনার সংক্রমণ ক্রমাগত উর্দ্ধমুখী। অন্যান্য দুরারোগ্য অসুখের চেহারাও ভয়াবহ ।
ইউক্রেনে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। এ পর্যন্ত আক্রান্ত ১৭০০ । অন্যান্য দুরারোগ্য ব্যাধির হারও উদ্বেগজনক। এরকম পরিস্থিতিতে হাসাপাতালে অক্সিজেনের ভয়ঙ্কর আকাল। ক্যানসারের মতো মারণ রোগে শিশুরাও ধুঁকছে । ২৪ ঘণ্টার মধ্যেই সব হাসপাতালে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) উদ্বেগ প্রকাশ করে বলেছে, হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রবল ।
হু-র ডিরেক্টর জেনারেল টেড্রোস ঘাব্রেয়েসাস এবং ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগে যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউক্রেনে অক্সিজেনের আকাল, ভয়াবহ চেহারা নিচ্ছে । ২৪ ঘণ্টার মধ্যে সব মজুত শেষ হয়ে যাবে । হাসপাতালে অক্সিজেন নেই । সঙ্কট ভয়াবহ।
রাষ্ট্রপুঞ্জেরের তথ্য, গত এক মাস ধরে ইউক্রেনে করোনার সংক্রমণ ক্রমাগত ঊর্দ্ধমুখী । অন্যান্য ব্যাধিও প্রকট। এরকম পরিস্থতিতে হাসপাতালে অক্সিজেন সরবরাহ অপরিহার্য। পাঁচ দিন ধরে রাশিয়ার মুহুর্মুহু হামলায় পূর্ব ইউরোপের দেশটি বিপর্যস্ত। যান চলাচল বন্ধ । আতঙ্কগ্রস্ত জনজীবন স্তব্ধ । প্লান্ট থেকে হাসপাতালে অক্সিজেন নিয়ে আসার ট্রাক নেই । অধিকাংশ হাসপাতালই অক্সিজেন শূন্য।
❤ Support Us