Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৩১, ২০২২

স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে রাস্তায় এসএফআই। পুলিসের সঙ্গে হাতহাতি।

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে রাস্তায় এসএফআই। পুলিসের সঙ্গে হাতহাতি।

স্কুল,কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ রাজ্যজুড়ে আন্দোলন শুরু করল এসএফআই । দমদম, বারাসত থেকে শুরু করে চুঁচুড়া, বোলপুর – একাধিক জায়গায় এসএফআইয়ের বিক্ষোভ, প্রতিবাদ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হৈ-চৈ, স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাস্তা । কোথাও কোথাও বামপন্থী ছাত্রদের সঙ্গে পুলিসের ধ্বস্তাধ্বস্তির ঘটনাও ঘটে । সল্টলেকে গেরুয়া শিবিরের এভিপিও আন্দোলনে নেমে পড়ে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের মিছিলকে কেন্দ্র করে যানজট তৈরি হয় । পুলিশ জোর করে তাদের সরিয়ে দেয়। বারাসাতেও পুলিসের তুমুল বাঁধার সম্মুখীন হন এসএফআই ছাত্ররা । দু’পক্ষের হাতাহাতি বেধে যায়।
অভিযোগ, পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিসের ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। দমদম বিমানবন্দরের কাছেও অবরোধ শুরু হলে এখান থেকে আটক করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাসকে।
বীরভূমে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলনে সামিল হয় এসএফআই নেতৃত্ব। কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ডেপুটেশন দিতে যায়৷ কিন্তু, অভিযোগ, গেট আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। এরপরে গেটের পাশের তারের বেড়া খুলে প্রাচীর ডিঙিয়ে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে পড়েন এবং আন্দোলন চলতে থাকে ।

বিশ্বভারতীর রাজ্য কমিটির সদস্য সোমনাথ সৌ বলেছেন, “ক্যাম্পাস খোলার দাবিতে এদিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। গেট আটকে আমাদের বাধা দেওয়া হয়। প্রাচীর টপকে ঢুকেছি৷ উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব। উত্তরবঙ্গে বালুরঘাট থানা মোড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য জুড়ে কোনো ইস্যুতে বহুদিন পর এরকম আন্দোলনে নেমেছে এস এফ আই । স্কুল খোলার দাবিটি তাদের তৎপরতায় হঠাৎ ছড়িয়ে দিল উষ্ণতা ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!