Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২০, ২০২৫

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

আরম্ভ ওয়েব ডেস্ক
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

একের পর এক পরীক্ষা, দীর্ঘ টালবাহনা। অবশেষে মুক্তি। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন বাংলাদেশের স্পিনার–অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয় সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত ঘোষণা করেছে। ফলে কোনও পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিং করতে আর বাধা রইল না।

গত বছর সেপ্টেম্বরে সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর বার্মিংহামের কাছে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। প্রথমবারের পরীক্ষায় নিজের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে পারেননি। এরপর চেন্নাইয়ের রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টসে অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানেও তিনি অকৃতকার্য হন।

এরপর নিজের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করার মরিয়া প্রচেষ্টা চালান সাকিব। ২৭ ফেব্রুয়ারি তিনি ইংল্যান্ডে যান। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব্যাটিং অনুশীলনও করেন সাকিব।

প্রায় দুই সপ্তাহের অনুশীলনের পর তিনি ৯ মার্চ তৃতীয়বার আবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ে অ্যাকশনের পরীক্ষা দিতে যান। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি করেন। অধিকাংশই ছিল ত্রুটিমু্ক্ত। কয়েকটা ডেলিভারিতে অবশ্য সামান্য সমস্যা ছিল, তবে সেগুলি গুরুত্ব দেননি লাফবোরো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও কবে দেশের হয়ে খেলার সুযোগ পাবেন, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!