Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৪

গোড়ালিতে অস্ত্রোপচার হবে, আইপিএলে খেলছেন না সামি

আরম্ভ ওয়েব ডেস্ক
গোড়ালিতে অস্ত্রোপচার হবে, আইপিএলে খেলছেন না সামি

বিশ্বকাপের সময় থেকেই গোড়ালির চোটে ভুগছেন। দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারছেন না। এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন মহম্মদ সামি। লন্ডনে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হবে।
গোড়ালির চোটের জন্য বিশ্বকাপের পর থেকে মাঠে নামতে পারেননি ভারতীয় দলের এই জোরে বোলার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলছিল। কিন্তু চোটের উন্নতি না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড সামিকে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য পাঠায়। জানুয়ারির শেষ সপ্তাহে লন্ডনে গিয়ে গোড়ালিতে বিশেষ ধরনের ইঞ্জেকশন নেন সামি। চিকিৎসকরা বলেছিলেন, ইঞ্জেকশন নেওয়ার ৩ সপ্তাহ পর থেকে তিনি দৌড় শুরু করতে পারবেন। কিন্তু ইঞ্জেকশনেও কোনও কাজ হয়নি।

ইঞ্জেকশনে কাজ না হওয়ায় বাধ্য হয়ে অস্ত্রোপচারের রাস্তায় হাঁটতে হচ্ছে সামিকে। অস্ত্রোপচারের জন্য তিনি শীঘ্রই লন্ডন যাবেন সামি। অস্ত্রোপচার হলে ৭ মাসের আগে পুরো ফিট হয়ে ওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে অক্টোবর–নভেম্বরে দেশের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে খেলতে পারবেন না। তবে চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের লাগে ফিট হয়ে যাবেন সামি।

আইপিএল থেকে সামি ছিটকে যাওয়ায় সমস্যায় গুজরাট টাইটান্স। সামির বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে তা নিয়ে চিন্তায়। গতবছর আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন সামি। তাঁর বিকল্প পাওয়া কঠিন। আগেই দল ছেড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এবার সামি ছিটকে যাওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়ল গুজরাট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!