Advertisement
  • Uncategorized বৈষয়িক
  • মার্চ ৪, ২০২২

অপ্রতিহত যুদ্ধের ভয়াবহ পরিণাম । দালাল স্ট্রিট বিধ্বস্ত । শেয়ার বাজারে প্রকাণ্ড ধস ।

সকালে ১০৫০ পয়েন্ট নেমে সেনসেক্স পৌঁছে যায় ৫৪,০৫২.০৩ পয়েন্টে। নিফটিও নিম্নমুখী। লেনদেনের প্রথম এক ঘণ্টায় পতন ৩০৪.৪০ পয়েন্ট ।

আরম্ভ ওয়েব ডেস্ক
অপ্রতিহত যুদ্ধের ভয়াবহ পরিণাম । দালাল স্ট্রিট বিধ্বস্ত । শেয়ার বাজারে প্রকাণ্ড ধস ।

ইউক্রেনে সংঘর্ষ যত তীব্র হচ্ছে ততই প্রকট হয়ে উঠছে শেয়ার বাজারের ধস । ভারতের দালাল স্ট্রিটও দিশেহারা। শুক্রবার লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হুহু করে সূচক নামতে থাকে । সকালে ১০৫০ পয়েন্ট নেমে সেনসেক্স পৌঁছে যায় ৫৪,০৫২.০৩ পয়েন্টে। নিফটিও নিম্নমুখী। লেনদেনের প্রথম এক ঘণ্টায় পতন ৩০৪.৪০ পয়েন্ট । নিফটি ব্যাঙ্কে পতন ৬৬৯.৪০ পয়েন্ট । একারণে নিফটি ব্যাঙ্ক ৩৪,২৭৪.৯ পয়েন্টে দাঁড়ায়। সকালের প্রথম ঘণ্টায় সবচেয়ে লাভবান সংস্থা ইউপিএল। একলাফে ১৬ টাকা ৪০ পয়সা বেড়ে গিয়ে তার শেয়ারের দর দাঁড়ায় ৭৩০ টাকা ১৫ পয়সা। এশিয়ান পেন্টসের শেয়ার দাম সবচেয়ে কম । এক ধাক্কায় ১৯২ টাকা ৯০ পয়সা পড়ে যায়। নিফটি মেটালেরও দাম কমে যায় । সকালে পতন ০.৩৫ শতাংশ । ইউক্রেনে অপ্রতিহত যুদ্ধের জেরে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সূচকও এদিন নামতে থাকে। ৩.৩৮ শতাংশ পতন ঘটে নিফটি অটোর সূচকে দাঁড়ায় ৯৯১৪.৭০ পয়েন্টে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!