Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৯, ২০২৩

এবার শরতে শিবু নন্দিতার ‘রক্তবীজ’

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার শরতে শিবু নন্দিতার ‘রক্তবীজ’

পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা  রায় পরিচালিত সিনেমা । নাম রক্তবীজ। ছবির গল্প নিয়ে  পরিচালকদ্বয় বেশি কিছু না বললেও যতদূর জানা যাচ্ছে  ক্রাইম থ্রিলারকে ভিত্তি করে ছবি বানাতে চাইছেন তাঁরা। মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য আপাতত আবীর চট্টোপাধ্যায় ও  মিমি চক্রবর্তীর নাম বাছা হয়েছে। ছবির শুটিং লোকেশন হিসেবে বোলপুর, ধূলাগড় ও  বানতলার নাম শোনা যাচ্ছে। আগামী ১৫মার্চ থেকে সিনেমার কাজ  শুরু। 

শিবপ্রসাদ ও নন্দিতার ছবির সূত্রে  প্রথমবার  একসাথে একে অপরের বিপরীতে কাজ করবেন আবির ও মিমি। অভিনেতার কথায়, মিমির সঙ্গে আগে কাজ করলেও  ওঁর বিপরীতে এই প্রথম। আপাতত শুটিং শুরুর অপেক্ষায়। মিমি অবশ্য শিবপ্রসাদ ও নন্দিতার ছবিতে আগেও কাজ করেছেন। নাম ‘পোস্ত’।  যা দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল।

ছবির অপর দুই গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে ভিক্টর ব্যানার্জি ও অনুসূয়া মজুমদার। দীর্ঘ দিন পরে আবার বাংলা ছবিতে অভিনয়  করবেন ভিক্টর।  অনুসূয়া মজুমদার শিবু নন্দিতার ছবিতে  আগেও  কাজ করেছেন। কিন্তু  ‘জগারস পার্ক’ খ্যাত অভিনেতাকে ক্যামেরার পিছন থেকে  নির্দেশনার দায়িত্ব প্রথমবার পালন করবেন ‘হামি’ খ্যাত পরিচালক দ্বয়।  

ছবির মুক্তির দিন নিয়ে  অভিনবত্বর  ছাপ  রেখেছেন তাঁরা। সাধারণত গ্রীষ্মের সময় মুক্তি পায় তাঁদের ছবি । কিন্তু এবারে পূজার সময় বেছে নেওয়া হয়েছে।  কারণ জানতে চাওয়া হলে, শিবু জানিয়েছেন দুর্গাপূজার সঙ্গে এ সিনেমার গভীর সম্পর্ক রয়েছে। তাই তাঁরা  পূজার সময়  সিনেমা হলে ছবি  মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। 

শিবপ্রসাদ ও নন্দিতার সিনেমা  সাধারণত পারিবারিক সম্পর্কের ভিত্তিতে নির্মিত হয়। ইচ্ছে,বেলাশেষে, বেলাশুরু তাঁর প্রকৃষ্ট উদাহরণ। তবে, নতুন ছবির গল্প সম্পর্কে তাঁরা সাড়া জ্যাগানো কোনো এক ঘটনার কথা বলেছেন।   শুনে মনে হচ্ছে, ছক বাঁধা গল্পের বুনোট থেকে বেরোতে চাইছেন তাঁরা। 

 


  • Tags:

Read by: 74 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!