- দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৩
“রাস্তার ধারের আমিষ দোকান বন্ধ করুন”, রাজস্থানে ক্ষমতায় এসেই পুলিশকে নির্দেশ বিজেপি বিধায়কের
কে কি খাবেন সেটা তার রুচি তবে বিজেপি রাজস্থানে সদ্য ক্ষমতায় এসেই ঘোষণা করল, রাস্তার ধারের আমিষ খাবারের দোকান চালান যাবে না, বন্ধ করে দিতে হবে। রাজস্থানের জয়পুরের হাওয়ামহল বিধানসভা আসন থেকে জিতেই এই ফতোয়া জারি করেছেন নবনির্নাচিত বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। রবিবার বালমুকুন্দ ভোটে জিতেছেন আর সোমবারই এই হুকুম জারি করেছেন। রীতিমতো এই আমিষ খাবারের দোকান বন্ধ করতে বালমুকুন্দ পুলিশকে নির্দেশ দিয়েছেন।
রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপি ১১৫টি আসন জিতেছে। কংগ্রেস জিতেছে ৬৯টি আসনে। জয়পুরের হাওয়ামহল কেন্দ্র থেকে কংগ্রেসের আর আর তিওয়ারিকে ৬০০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন বালমুকুন্দ আচার্য, তারপরই তিনি স্বমহিমায় নিজের কাজ শুরু করেছেন।
সোমবার পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে সকালে বৈঠক করেন বালমুকুন্দ। তখন তিনি পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসা করেন, রাস্তার ধারে কি আমিষ খাবার বিক্রি করা যায়? হ্যাঁ বা না তে উত্তর দিন। তাঁর এই প্রশ্ন শুনে তাৎক্ষণিক উত্তর দিতে পুলিশ আধিকারিক ইতস্থত করলে বিজেপি বিধায়ক নলেন, “সন্ধ্যার মধ্যে আমায় রিপোর্ট দিন।”
বালমুকুন্দ আচার্যের এই নির্দেশ দেওয়া ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর বিরোধীরা বিজেপি বিধায়কের এই মন্তব্যের চূড়ান্ত সমালোচনা শুরু করেন।
ভাইরাল হওয়া ওই ভিডিয়ো প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে “অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন” বা মিম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেন, “বালমুকুন্দের এই নির্দেশ ‘অন্যায়’। কেউ আমিষের দোকান বন্ধ করতে পারবে না। কেউ যদি আমিষ খাবারের স্টল বসাতে চায়, তাহলে কেউ কী ভাবে তাঁকে থামাতে পারেন?”
❤ Support Us