- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৪, ২০২৫
বাড়িতে ডেকে মহিলাকে যৌন নির্যাতন। গ্রেফতার জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই

এক মহিলাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআইয়ের বিরুদ্ধে। নির্যাতিতার একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই পুলিশকর্মীকে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই। এক মহিলাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। গত শুক্রবার শিলিগুড়ি মহিলা থানায় এক মহিলা রাজগঞ্জ থানার এসআই-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। প্রথমে ওই এসআই-কে ‘ক্লোজ়’ করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত এসআই-এর বিরুদ্ধে মহিলা থানার পুলিশ বিএনএস-এর ৩৫১(২), ৬৪(২) ধারায় মামলা রুজু করেছে ৷
নির্যাতিতা মহিলার অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে তাঁর উপর যৌন নির্যাতন চালায় রাজগঞ্জ থানার ওই সাব-ইন্সপেক্টর। ঘটনাটি জলপাইগুড়ি জেলার অন্তর্গত হওয়ায় শিলিগুড়ি মহিলা থানা অভিযোগ গ্রহন করে জলপাইগুড়ি মহিলা থানায় পাঠিয়ে দেয়। এই ঘটনায় জলপাইগুড়ি থাকান সামনে বিক্ষোভ দেখায় একালার মহিলা সংগঠনের সদ্যাসারা। এদিকে দিকে শিলিগুড়ির নির্যাতিতার আইনজীবী সন্দীপ মণ্ডল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, পুলিশ নির্যাতিতা মহিলাকে নানভাবে হেনস্থা করেছে ৷
অন্যদিকে পুলিশ জানিএছে, নির্যাতিতা মহিলার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। সেই মামলাগুলিরও তদন্ত চলছে।
❤ Support Us