Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৭, ২০২৩

‌সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সিন্ধু, প্রণয়। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সিন্ধু, প্রণয়। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্ত

মালয়েশিয়া মাস্টার্সের পর সিঙ্গাপুর ওপেনেও ব্যর্থতা সঙ্গী পিভি সিন্ধুর। সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ ৭৫০–এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকা। সিন্ধুর সঙ্গে ছিটকে গেছেন মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন এইচএস প্রণয়। তবে ভারতের এই দুই ব্যাডমিন্টন তারকার বিদায়ের দিনে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন কিদাম্বি শ্রীকান্ত।

গতবছর সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু। এবছর প্রথম রাউন্ডেই শক্তিশালী প্রতিপক্ষর মুখে পড়তে হয়েছিল তাঁকে। সামনে ছিল বিশ্বের এক নম্বর তারকা জাপানের আকানে ইয়ামাগুচি। যদিও সহজে হার মানেননি পিভি সিন্ধু। প্রথম গেমে দুর্দান্ত লড়াই করে ২১–১৮ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে অবশ্য দারুণ প্রত্যাবর্তন করেন ইয়ামাগুচি। ২১–১৯ ব্যবধানে জেতেন। যদিও সিন্ধু একসময় চাপে ফেলে দিয়েছিলেন ইয়ামাগুচিকে। তৃতীয় গেমে ইয়ামাগুচির আক্রমণের সামনে ভেঙে পড়েন সিন্ধু। শেষদিকে একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ২১–১৭ ব্যবধানে হেরে যান।

মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন এইচএস প্রণয়কে হারিয়েছেন জাপানের নারায়োকা। প্রথম গেমে প্রণয় প্রায় দাঁড়াতেই পারেননি। ২১–১৫ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় গেমে কিছুটা লড়াইয়ে ফিরলেও ২১–১৯ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান। মহিলাদের সিঙ্গলসে থাইল্যান্ডের রাতচানক ইন্তানোনের কাছে ২১–১৩, ২১–১৫ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাইনা নেহালও।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে ভারতের সম্মান বাঁচিয়ে রেখেছেন কিদাম্বি শ্রীকারন্ত। থাইল্যান্ডের কান্তাপন ওয়াংচারোয়েনকে ২১–১৫, ২১–১৯ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে চাইনিজ তাইপের চিয়া হাও লি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!