- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১২, ২০২৩
৬ বছর বয়সেই এভারেস্টে ! ইতিহাস আরিশকার

সর্বকনিষ্ঠ হিসেবে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে উঠে ইতিহাস তৈরি করেছে আরিশকা লাড্ডা। মাত্র ৬ বছর ৫ মাস বয়সে ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে আরোহন করেছে এই খুদে পর্বতারোহী। ১৫ দিন ধরে উঠে সে এই কৃতিত্ব অর্জন করেছে।
আরিশকা এবং তার মা ডিম্পল লাড্ডা ৮ এপ্রিল যাত্রা শুরু করেছিলেন এবং মাইনাস ৩ থেকে মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় ৭–৮ স্তরের পোশাক পরে ১৫ দিনের মধ্যে পুরো দূরত্ব অতিক্রম করেছিলেন। ৩৪ বছর বয়সী ডিম্পল একজন ম্যারাথন দৌড়বিদ। তিনি তাঁর মেয়েকে প্রশিক্ষণ ছাড়াই মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন। ডিম্পল বলেন, ‘আমরা যখন শীর্ষে পৌঁছেছিলাম, তখন আরিশকা খুব খুশি হয়েছিল।’
দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরিশকা। ৪ বছর বয়স থেকে সহজেই ৭–৮ কিলোমিটার অনায়াসে হাঁটতে পারে। পুনে এবং তার আশেপাশে পাহাড়ে ট্রেকিং এর অনুশীলন করেছে। আরিশকা যদি পর্বতারোহী হতে চায়, তাহলে তাকে পর্বতারোহণ ক্লাবে ভর্তি করে দেবেন বলে জানিয়েছেন ডিম্পল।
❤ Support Us