- দে । শ
- অক্টোবর ১২, ২০২৩
হুগলির এক প্রাথমিক স্কুলে ৩২ ইঞ্চির টিভি-সাউন্ড বক্স-কম্পিউটার, চালু স্মার্ট ক্লাস

হুগলি জেলার চণ্ডিতলা ২ নম্বর ব্লকের বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু হয়েছে কম্পিউটার ও ‘স্মার্ট ক্লাস’। প্রাথমিক বিদ্যালয়ে ‘স্মার্ট ক্লাস’? শুনে অবাক লাগলেও বিষয়টি হয়েছে। গ্রামের স্কুলে স্মার্ট ক্লাস চালু হওয়ায় পড়ুয়াদের মধ্যে এখন উৎসাহের শিমা নেই। বেড়েছে পড়াশোনার প্রতি আগ্রহ। স্কুলে বসানো হয়েছে ৩২ ইঞ্চির দুটি রঙিন টিভি, সাউন্ড বক্স, ইন্টারনেট ও চারটি কম্পিউটার। এই স্কুলে বর্তমানে ২৫৪ জন পড়ুয়া। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৭ জন। পঠনপাঠনের পাশাপাশি পড়ুয়াদের নাচ, গান, ছবি আঁকা ও আবৃত্তির শেখানো হয়। প্রতি বছর প্রকাশিত হয় পড়ুয়াদের লেখা বার্ষিক পত্রিকা। স্কুলের ক্লাস রুমেই চলে মিড ডে মিলের খাওয়াদাওয়া। চামচ দিয়ে মিড ডে মিল খাওয়া দাওয়া করে পড়ুয়ারা।
স্কুলের প্রধান শিক্ষিকা শেফালি মালিক বলেন, “স্কুলের কম্পোজিট গ্র্যান্টের ৩০ হাজার টাকা, শিক্ষক ও শিক্ষিকাদের বেতনের অর্থ সাহায্যে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। বেসরকারি স্কুলের পড়ুয়াদের মত প্রাথমিক স্কুলে গ্রামীণ ছাত্রছাত্রীদের আরও উন্নতি করতে রাজ্যে সব স্কুলে এই কম্পিউটার ও স্মার্ট ক্লাস চালু করা উচিত।” স্কুলের সহ শিক্ষক শীর্ষেন্দু পাল বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি সেই সংক্রান্ত ছবি টিভিতে দেখানো হলে পড়ুয়াদের আরও আগ্রহ বাড়বে। আমাদের লক্ষ পড়ুয়াদের আধুনিক শিক্ষার পাশাপাশি জীবনবোধের শিক্ষা দেওয়া।”
এই খবর শুনে কলকাতা ও সংলগ্ন জেলার বহু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলছেন, “আমাদের স্কুলে শিক্ষিকার অভাবে ক্লাস করতে পারি না। ছাত্র-ছাত্রীর সংখ্যা বাংলা মাধ্যমে সমানে কমছে। সেই সময়ে দাঁড়িয়ে হুগলির এই স্কুলটির এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কিন্তু সরকারের এবার একটু স্কুল শিক্ষার দিকে নজর দেওয়ার সময় এসেছে। না হলে আগামী দিনে বাংলা মাধ্যম স্কুল ব্যবস্থাটাই উঠে যাবে। আমরা চাই সব জেলায়, সব স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো থাকুক, সরকার সেটা দেখুক, স্কুলে শিক্ষক-শিক্ষিকা দিক।”
❤ Support Us