Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৩, ২০২৩

পুরুষদের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন খেলার স্বপ্ন স্মৃতি মান্ধানার, আইসিসি–র কাছে দাবি জানিয়ে রাখলেন

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরুষদের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন খেলার স্বপ্ন স্মৃতি মান্ধানার, আইসিসি–র কাছে দাবি জানিয়ে রাখলেন

টি২০ ও একদিনের ক্রিকেট চুটিয়ে খেললেও খুব বেশি টেস্ট খেলা হয় না ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শেষ টেস্ট ম্যাচ খেলেছে ২০২১ সালের সেপ্টেম্বরে। ২ বছর পর আবার টেস্ট খেলতে নামছে ভারত। ১৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবেন হরমনপ্রীত কাউররা। ভারতীয় দলের সহ–অধিনায়ক স্মৃতি মান্ধানা তাকিয়ে পুরুষদের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার দিকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড পুরুষ ও মহিলাদের ক্রিকেটে বৈষম্য দূর করার ব্যাপারে সচেষ্ট। ইতিমধ্যেই পুরুষ ক্রিকেটারদের সমান না হলেও মহিলা ক্রিকেটারদের বেতন অনেকাই বাড়িয়েছে। আইপিএলের মতো মহিলা প্রিমিয়ার লিগও আয়োজন করছে। প্রথম সংস্করণেই যা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আইসিসি–র অবশ্য বৈষম্য দূর করার ব্যাপারে কোনও উদ্যোগ নেই। পুরুষদের মতো একদিনের বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ আয়োজন করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে এখনও চিন্তাভাবনা করেনি। স্মৃতি মান্ধানা চান পুরুষদের মতো মহিলাদের ক্রিকেটেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক। এই ব্যাপারে তিনি দাবিও তুলেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার আগে স্মৃতি মান্ধানা বলেছেন, ‘‌পুরুষদের ক্রিকেটে প্রচুর পরিমাণ টেস্ট ম্যাচ দেখতে পাই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও চালু করেছে। পুরুষদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখে আমাদেরও খেলতে ইচ্ছে করে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেলে দারুণ খুশি হব। কিন্তু এটা তো আর আমাদের হাতে নেই। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড কিংবা আইসিসি।’
স্মৃতি মান্ধানার স্বপ্ন থাকলেও মহিলাদের ক্রিকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করাটা আইসিসি–র কাছে যথেষ্ট সমস্যার। কারণ খুব বেশি দেশ টেস্ট খেলে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। ফলে মাত্র এই তিনটি দেশকে নিয়ে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা অর্থহীন। ২০২১ সালে শেষ টেস্ট খেলেছিল ভারত। লাল বলের ক্রিকেটে আরও বেশি করে খেলতে চান স্মৃতি মান্ধানা। ৯ বছর পর ঘরের মাঠে আবার টেস্টে মাঠে নামছে ভারত। ইংল্যান্ডের কাছে টি২০ সিরিজের বদলা নিতে মরিয়া হরমনপ্রীত কাউররা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!