Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

সংসদের বিশেষ অধিবেশনে “ইন্ডিয়া” জোটের অংশগ্রহণ নিশ্চিত করে সোনিয়ার চিঠি মোদিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদের বিশেষ অধিবেশনে “ইন্ডিয়া” জোটের অংশগ্রহণ নিশ্চিত করে সোনিয়ার চিঠি মোদিকে

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে। আচমকা সেই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জল্পনা শুরু হয়েছে, ‘ইন্ডিয়া’ পালটে দেশের নাম কী ‘ভারত’ করা হবে? তারইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন সোনিয়া গান্ধি।

প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি বুধবার প্রধানমন্ত্রী মোদিকে আসন্ন বিশেষ সংসদ অধিবেশন নিয়ে এই  চিঠি লিখেছেন। তাঁর চিঠিতে, কংগ্রেস নেত্রী অধিবেশনের আলোচ্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর চেয়েছেন কারণ দল এবং তার সহযোগীদের সংসদের এই বিশেষ অধিবেশন সম্পর্কে কোনও ধারণা নেই। তিনি আদানি মামলায় জেপিসি তদন্ত, ভারত-চীনের মধ্যে আঞ্চলিক দ্বন্দ্ব এবং বিহারে বর্ণ শুমারি পরিচালনার জন্য জরুরি ভিত্তিক সমস্যার একটি তালিকাও তুলে ধরেন।

সোনিয়া গান্ধি জনসাধারণের বৃহত্তর মঙ্গলের জন্য সংসদের বিশেষ অধিবেশনে তাঁর দল এবং বিরোধী জোটের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন যে তিনি অধিবেশন চলাকালীন গঠনমূলক সহযোগিতা আশা করছেন।

কংগ্রেস আগে বলেছিল যে তারা তাদের “ইন্ডিয়া” জোটের মিত্রদের সাথে সংসদের বিশেষ অধিবেশনে অংশ নেবে এবং সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখবেন যাতে এজেন্ডা জানতে চাওয়া  এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও আলোচনায় অন্তর্ভুক্তির দাবি করা হবে। একাধিক বিষয়ে আলোচনার জন্যও বিরোধীদের দাবি প্রধানমন্ত্রীকে তিনি এই চিঠিতে জানাবেন।

এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “আমরা (ইন্ডিয়া জোটের দলগুলি) বিশেষ অধিবেশন (সংসদের) বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের জন্য জনগণের সমস্যাগুলি উত্থাপন করার একটি সুযোগ। এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (মঙ্গলবার ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকে) যে সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখবেন, তাতে ‘ইন্ডিয়া’ জোটের পক্ষে সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাওয়া হবে।”

সংসদের বিশেষ অধিবেশন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র নেতারা। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সেই বৈঠক হয়। বিষয়টির সঙ্গে অবহিত নেতারা বৈঠকের পর জানিয়েছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে নরেন্দ্র মোদিকে  চিঠি লিখবেন সোনিয়া গান্ধি। ইন্ডিয়া জোটের যে ২৪টি দল সংসদে আছে, তার প্রতিটি দল ওই চিঠির প্রতি সমর্থন জানাবে।

সূত্রের খবর, ভারত এবং ইন্ডিয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। জোটের এক নেতা জানান, “বৈঠকে ঠিক করা হয়েছে যে সংবিধান থেকে ইন্ডিয়া বাদ দিলে ইন্ডিয়া জোটের প্রতিটি দল সেটার বিরোধিতা কবে। কয়েকটি ছোট দল পরামর্শ দিয়েছিল যে সংসদের বিশেষ অধিবেশন বয়কট করা উচিত ইন্ডিয়া জোটের। কিন্তু বড় দলগুলি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। বরং ইতিবাচক কর্মসূচি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!