Advertisement
  • দে । শ স | হ | জ | পা | ঠ
  • জানুয়ারি ১৬, ২০২৫

মহাকাশ বিজ্ঞানে ঐতিহাসিক পদক্ষেপ ইসরোর । সম্পন্ন হল মহাকাশ ডকিং প্রক্রিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকাশ বিজ্ঞানে ঐতিহাসিক পদক্ষেপ ইসরোর । সম্পন্ন হল মহাকাশ ডকিং প্রক্রিয়া

মহাকাশ গবেষণার একটি জটিল এবং কঠিন প্রক্রিয়া সম্পন্ন করলো ইসরো । বৃহস্পতিবার সকালে মহাকাশে দুটি স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপনে সফল হল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র । আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত চতুর্থ দেশ যে সফলভাবে ডকিংয়ের কাজ করে ফেলল । এতে মহাকাশে স্পেশ স্টেশন তৈরিতে আরও একধাপ এগিয়ে গেল দেশ । ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি বিরাট যুগের সূচনা । ইসরোর তরফে বলা হয়েছে, এটি একটি ঐতিহাসিক সময় ।

ইসরোকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতীয় মাহাকশ গবেষণা সংস্থার এই কাজ একটি ঐতিহাসিক পদক্ষেপ । আগামীতে মহাকাশ বিজ্ঞানে বিশ্বকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত ভারত।

ডকিং একটি জটিল পদ্ধতি । দুটি ঘূর্ণায়মান স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়াকে ডকিং বলে । ইসরো তাদের দুই মহাকাশযান চেজার এবং টার্গেটের মধ্যে সংযোগ স্থাপন করলো । এই দুই স্যাটেলাইট মহাশূণ্যে, পৃথিবীর কক্ষপথ ধরে পাক খাচ্ছে । গতিবান টার্গেটকে ধাওয়া করে মহাকাশে চেজার স্যাটেলাইট এবার তার সঙ্গে ডকিং সম্পন্ন করল । গোটা পদ্ধতিতে দুই স্যাটেলাইটের গতি নিয়ন্ত্রণ বিজ্ঞানীদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ ছিল, যা সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন ইসরোর গবেষকরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!