- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২২, ২০২৪
কাল ইডেনে থাকছেন শাহরুখ, বাড়ল টিকিটের চাহিদা
শনিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবছর আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। নাইটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল, শাহরুখ খান কি শনিবার ইডেনের কর্পোরেট বক্সে হাজির থাকবেন? নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। প্রথম ম্যাচের আগে ক্রিকেটারদের উৎসাহ দিতে সাত সকালেই কলকাতায় হাজির হবেন শাহরুখ। আর শাহরুখ আসার খবর চাউর হতেই শুরু হয়েছে টিকিটের চাহিদা।
ব্যক্তিগত কাজে সুইজারল্যান্ড গিয়েছিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার দেশে ফিরেছেন। শনিবার সকালেই কলকাতায় আসবেন। হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মিলিত হবেন। সন্ধেয় ইডেনেও আসবেন। তাঁর কলকাতায় আসা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। খেলা না ভালবাসলেও অনেক শাহরুখ ভক্ত প্রিয় নায়ককে একঝলক দেখার জন্য টিকিট কেটেছেন।
নাইট রাইডার্সের প্রথম ম্যাচে নিয়ে টিকিটের চাহিদা ক্রমশ বাড়ছে। মহমেডান মাঠের কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। অনলাইন ও কাউন্টার মিলিয়ে ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। নিঃশেষিত না হওয়া পর্যন্ত ম্যাচের আগেও টিকিট পাওয়া যাবে। নাইট টিম ম্যানেজমেন্টের আশা শনিবার গোটা ইডেন কানায় কানায় ভরে যাবে।
এদিকে, প্রথম ম্যাচে মাঠে নামার আগে দল মোটামুটি তৈরিই করে ফেলেছেন মেন্টর গৌতম গম্ভীর। ওপেনিংয়ে সম্ভবত জায়গা হচ্ছে না রহমানুল্লাহ গুরবাজের। বাঁহাতি–ডানহাতি কম্বিনেশন নিয়ে আসতে ফিল সল্টের সঙ্গে ভেঙ্কটেশ আয়ারকে খেলানোর পরিকল্পনা রয়েছে গৌতম গম্ভীরের। এছাড়া নীতীশ রানা, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা বড় ভরসা নাইট রাইডার্সের।
❤ Support Us