- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৪, ২০২৪
ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা উধাও, অভিযোগ বাড়ছে রাজ্য জুড়ে । তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের তলব করল সরকার

ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা উধাও হওয়ার ঘটনায় এবার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নেবে রাজ্য সরকার । ইতিমধ্যেই একটি রাজ্যের আইটি টিম রাজ্যের ১৮ লক্ষ ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ করেছে বিশ্লেষণের জন্য। স্কুলে সঠিক তথ্য দেওয়ার পরেও কীভাবে শেষ মুহূর্তে বদলে গেল ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তাই ডেটা অ্যানালিসিসের দ্বারা খতিয়ে দেখবেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ।
শুধু পূর্ব বা পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে প্রদেয় ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশ মালদা সহ বেশ কয়েকটি অঞ্চল থেকে সাইবার জালিয়াতদের গ্রেফতার করেছে। তারপরেও নতুন করে বাকুড়া, মুর্শিদাবাদ, ঘাটাল, দক্ষিণ চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম থেকে ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ আসছে।
প্রাথমিক স্তরে রাজ্যে ৫০০টি ট্যাবের টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ জমা পরে স্কুল শিক্ষা দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে বঞ্চিত ৩০০ জন ছাত্রছাত্রীকে পড়াশুনার জন্য আবার ট্যাব কেনার টাকা দেয় রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের যে সমস্ত জেলা থেকে একাধিক জালিয়াতির অভিযোগ এসেছে, সেখানে সিট গঠন করে বিষয়টির তদন্ত শুরু করে পুলিশ। ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভূক্ত করতে কোথাও ভুল হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তাঁরা ।
ট্যাবের টাকা জালিয়াতির সবচেয়ে বেশি অভিযোগ এসেছিল মালাদ থেকে, এপর্যন্ত ১৯৩ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বরে বদলে, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি রাজ্যে এই নয়া ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখান থেকেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। মালদায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট গঠন করে, কীভাবে টাকা গায়েব হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ব্যাঙ্কের আধিকারীকরা জানিয়েছেন, নির্দিষ্ট পরিকল্পনা মাফিকই এই জালিয়াতি হয়েছ । অনেকক্ষেত্রেই অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে সেই টাকা তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের পাঠানো টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে ভিন রাজ্যে পাচার করেছে জালিয়াতরা। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যার বেশ কিছু ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও পেয়েছেন তদন্তকারীরা।
এপর্যন্ত বাকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগণা, মালদা সহ একাধিক জায়গা থেকে নতুন করে অভিযোগ আসছে ।
দক্ষিণ চব্বিশ পরগণায় ৩৫০ জন ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা হাতিয়ে, পার্শবর্তী রাজ্য বিহারের ভুয়ো অক্যাউন্টে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। দক্ষিণবঙ্গের এই জেলায় প্রায় ২৫টি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতারনার শিকার। পশিম মেদিনীপুরের ঘাটালে দশটি স্কুলের ৪৭ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা উধাওএর ঘটনা ঘটলেও, শেষ মূহুর্তে পুলিশ এবং ব্যাঙ্কের তৎপরতায় ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে, ২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা সম্ভব হয়েছে। চার ছাত্রছাত্রীর ট্যাব কেনার টাকাও ফেরত আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে । অন্যদিকে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাকুড়াতে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করছেন স্কুল কর্তৃপক্ষ । তবে প্রতিটি ক্ষেত্রেই শুধুমাত্র সাইবার জালিয়াতি হয়েছে এমনটা নয়, অনেকক্ষেত্রে শিক্ষা পোর্টালে ডেটাএন্ট্রির সময় ভুলেও যোগ্য প্রাপকরা টাকা পাননি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
❤ Support Us