- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৪, ২০২৪
মুকিমের স্পিনে বেসামাল জিম্বাবোয়ে, টি২০ সিরিজও জিতে নিল পাকিস্তান

জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল পাকিস্তানকে। প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছিল। টি২০ সিরিজে অবশ্য জিম্বাবোয়েকে কোনও সুযোগই দিল না পাকিস্তান। পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ দখল করে নিল। দ্বিতীয় ম্যাচে জয় ১০ উইকেটে। সুফিয়ান মুকিমের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবোয়ে ব্যাটাররা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি ভাল শুরু করেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ৩৭। পঞ্চম ওভারে মারুমানিকে (১৪ বলে ১৬) তুলে নিয়ে আব্বাস আফ্রিদি জুটি ভাঙেন। পরের ওভারেই ব্রায়ান বেনেটকে (১৪ বলে ২১) ফেরান হ্যারিস রউফ। এরপরই ধস নামে জিম্বাবোয়ে ইনিংসে।
সুফিয়ান মুকিমের স্পিনের সামনে বেসামাল হয়ে পড়েন জিম্বাবোয়ে ব্যাটাররা। নিজের প্রথম ও দ্বিতীয় ওভারে ২টি করে ও তৃতীয় ওভারে ১টি উইকেট তুলে নেন মুকিম। ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। শেষ ২০ রানে ১০ উইকেট হারায় জিম্বাবোয়ে। ২.৪ ওভারে ৩ রানে ৫ উইকেট তুলে নেন সুফিয়ান মুকিম। ২ রানে ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।
লক্ষ্য কম থাকায় জয়ের জন্য কোনও বেগই পেতে হয়নি পাকিস্তানকে। ৫.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয় পাকিস্তান। ওমের ইউসুফ ১৫ বলে ২২ ও সাইম আয়ুব ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ৩ ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল পাকিস্তান।
❤ Support Us