Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২০, ২০২৪

ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ভাল হল না, জেনেভা ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় সুমিত নাগালের

আরম্ভ ওয়েব ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ভাল হল না, জেনেভা ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় সুমিত নাগালের

সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্সে বিশ্বের ৩৮ নম্বরে থাকা মাত্তেও আর্নাল্ডিকে হারিয়ে চমক দিয়েছিলেন সুমিত নাগাল। ৪২ বছর পর প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে মূল ড্রয়ে যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিলেন। তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল দেশবাসীর। কিন্তু জেনেভা ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন এই ভারতীয় টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটা ভাল হল না সুমিত নাগালের।
আজ থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনের বাছাই পর্ব। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতির জন্য জেনেভা ওপেনকে বেছে নিয়েছিলেন সুমিত নাগাল। কিন্তু প্রথম রাউন্ডেই হার। বিশ্বের ১৯ নম্বর তারকা আর্জেন্টিনার সেবাস্তিয়ান বেজের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন সুমিত নাগাল। ১ ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে তিনি হারেন ৬–৭ (৭) ৩–৬ ব্যবধানে।
প্রথম সেটে দারুণ শুরু করেছিলেন সুমিত নাগাল। একসময় ৪–১ ব্যবধানে এগিয়ে যান। এরপরই ছন্দ হারান। পরপর দুবার নাগালের সার্ভিস ভেঙে এগিয়ে যান সেবাস্তিয়ান বেজ। শেষ পর্যন্ত টাইব্রেকারে প্রথম সেট ৭–৬ (‌৭)‌ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটে সুমিত নাগালকে দাঁড়াতেই দেননি। ৬–৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছে যান। ফ্রেঞ্চ ওপেনে যোগ্যতা অর্জনকারী নাগাল হারের পর দারুণ হতাশ। টুইটারে তিনি লিখেছেন, ‘‌রোল্যান্ড গ্যারোসের আগে ভালো প্রস্তুতির সুযোগ ছিল। কিন্তু এই হারে আমি হতাশ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!