Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৬, ২০২৪

নির্বাচনে ফিরে আসুক ব্যালট পদ্ধতি, আর্জি নাকচ শীর্ষ আদালতে

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনে ফিরে আসুক ব্যালট পদ্ধতি, আর্জি নাকচ শীর্ষ আদালতে

ইভিএমএ নয় ব্যালটেই হোক সব ভোট, এই আর্জিতে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কে পল নামক জনৈক এক ব্যক্তি। আদালতের কাছে তাঁর আর্জি ছিল একদিকে যেমন ফিরিয়ে আনা হোক ব্যালট ব্যবস্থা, তেমনি প্রলোভন দেখিয়ে ভোট কেনার প্রবনতা রদে, দোষিদের পাঁচ বছরের কারাদন্ডের নিয়ম লাগু হোক দেশ জুড়ে।

বিচারপতি বিক্রম নাথ এবং পি.বি. ভারালের বেঞ্চে এই মামাল শুনানির জন্য ওঠে । এবিষয়ে মামলাকারীকে সরাসরি প্রশ্ন করে বিচারপতিরা জানতে চান, এরকম বিষয়ে মামলা করার জন্য কে তাঁকে উৎসাহ জোগায় ? প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকটি জনস্বার্থ মামলা করেছেন কে পল । উত্তরে তিনি বলেন, সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ন শান্তি সমাবেশে যোগ দিয়েছিলেন , ব্যালট পেপারে ভোট করার বিষয়ে তাঁর যুক্তি যে বিশ্বের ১৮০টি দেশে এখনো ব্যালট বক্স এবং কাগজেই নির্বাচন হয় । এপ্রসঙ্গে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং সে রাজ্যের বিধায়ক ওয়াই এস জগমোহন রেড্ডির মন্তব্যের তুলনা টেনে বলেন, তাঁরাও ইভিএম নিয়ে নিজেদের অনাস্থা জ্ঞাপন করেছিলেন আগেই । ইভিএম যন্ত্রের কারচুপি প্রসঙ্গে ইলন মাস্কের অনাস্থার প্রসঙ্গও উত্থাপন করেন তিনি ।

এরপরই বিচারপতিরা বলেন, তাঁরা যখন নির্বাচনে জয়ী হন, তখন ইভিএম যন্ত্রে ভোট নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়না, কিন্তু পরাজিত হলেই প্রশ্ন উঠতে শুরু করে ইলেক্ট্রনিক ভোট গ্রহণ পদ্ধতিতে ঘিরে। এরপরই মামলাটির শুনানি নাকচ করে দেন তাঁরা। বিচারুপতিরা বলেন, ইভিএম পদ্ধতি নিয়ে আপত্তি জানানোর জায়গা এটা নয়।

সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের আগেই ইভিএমের নিরাপত্তা এবং নিরপেক্ষতার বিষয়ে বলতে গিয়ে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পাল্টা প্ৰশ্ন তুলে বলেছিলেন, ভোটযন্ত্রের কার্যকারীতা নিয়ে প্ৰশ্ন থাকলে, কীভাবে দেশ জুড়ে এই পদ্ধতিতে জনআস্থা এবং নির্বাচনে অংশগ্রহণ বাড়ছে ? তিনি সেই সাংবাদিক সম্মেলন বলেন, আর কতবার ইভিএম নিয়ে প্ৰশ্ন উঠবে । দেশের শেষ ১৫টি নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে তিনিও বলেছিলেন, জয়ীদের কাছে সবসময়ই এই পদ্ধতি প্ৰশ্নহীন, কিন্তু উল্টোদিকের পরাজিতরা সবক্ষেত্রেই এর নিরপেক্ষতা নিয়ে প্ৰশ্ন তোলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!