Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

মণিপুরের হাল এখন কেমন ? রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের । সময় সীমা ১০ জুলাই

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরের হাল এখন কেমন ? রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের । সময় সীমা ১০ জুলাই

মণিপুর নিয়ে উদ্বিগ্ন দেশের সর্বোচ্চ আদালত। হিংসার মোকাবিলায় ও আইন-শৃঙ্খলার পুনঃস্থাপনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বীরেন সিং প্রশাসনকে’স্ট্যাটাস রিপোর্ট’ পেশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বলা বাহুল্য, সে রাজ্যে অশান্তির পরিবেশ এখনো অব্যাহত। শনিবার রাতে নতুন করে হিংসা আগুনে পুড়েছে মণিপুরের খোইজুমন্তবি গ্রাম। সেখানে গুলির লড়াইয়ে মারা গেছেন দুই ‘গ্রামসেবকে’।

মণিপুর নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্টে গত দু মাসে দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলার শুনানিতে বিচারপতি জানতে চান হিংসা বিধ্বস্ত এলাকায়, বিপন্ন সাধারণ মানুষদের সুরক্ষার জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কেমন রয়েছেন পুনর্বাসন শিবিরে থাকা সাধারণ মানুষ? সেনাবাহিনী কতটা ও কীভাবে মোতায়েন করা হয়েছে অশান্ত এলাকাগুলোতে? এ নিয়ে বিস্তারিত তদন্ত দাবি করে রাজ্যের ব্যাখ্যা তলব করে আদালত। আগামী ১০ তারিখের মধ্যেই পেশ করতে হবে সেই রিপোর্ট।

প্রত্যুত্তরে,কেন্দ্র ও মণিপুর সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ধীরে ধীরে হলেও মণিপুরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায়, ইতিমধ্যে আধা সামরিক সেনা ও মণিপুর রাইফেলসের জওয়ানদের মোতায়েন করা হয়েছে। অশান্ত এলাকাগুলোতে শান্তি ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ফলও মিলছে । যেমন, রবিবারই ২ নম্বর জাতীয় সড়ক থেক অবরোধ প্রত্যাহার করেছে কুকিদের দুটি সংগঠন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই শান্তির বার্তা দিয়েছিলেন। তার পরিণতিতেই এমন ঘটনা ঘটল কিনা সে প্রশ্ন রয়েছে। তবে, বহু জায়গার অবস্থা এখনো বেশ জটিল। সেখানে শান্তি ও স্থিতাবস্থা কবে ফিরবে তা বলতে পারছেন না কেউই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!