Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৪

ঘোষিত হল টি২০ বিশ্বকাপের সূচি, ৯ জুন ভারত–পাকিস্তান মহারণ

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘোষিত হল টি২০ বিশ্বকাপের সূচি, ৯ জুন ভারত–পাকিস্তান মহারণ

প্রকাশিত হল এবছর টি২০ বিশ্বকাপের সূচি। ১ জুন উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে যুগ্ম আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনাল ২৯ জুন বার্বাডোজে। গ্রুপ লিগের ম্যাচে বহু প্রতীক্ষিত ভারত–পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন। ম্যাচটি হবে নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্কে। প্রথম পর্বের গ্রুপ লিগে ভারত প্রথম তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে, বাকি ম্যাচটি খেলবে ফ্লোরিডায়।

৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ১২ জুন প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫ জুন গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে। পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ১১ জুন পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা। ১৬ জুন খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

২০২২ সালের টি২০ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৬টি দেশ। এবছর বিশ্বকাপে চারটি দল বাড়ছে। চারটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার আটে। সুপার আটে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। তবে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে পড়ার সম্ভাবনা নেই। সুপার এইটের দুটি গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে সেমিফাইনালে। এবারই প্রথম টি২০ বিশ্বকাপ খেলবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও উগান্ডা।

এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের ৬টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি স্টেডিয়ামে খেলা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যুগ্ম আয়োজক হলেও বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। প্রথম সেমিফাইনাল হবে ২৬ জুন, গায়ানায়। ত্রিনিদাদে ২৭ জুন হবে দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে। এছাড়া ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমি, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, সেন্ট লুসিয়ার ডারেন সামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট ভিনসেন্টের আরনস ভেল স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্ক, ফ্লোরিডার লডারহিল ও টেক্সাসের গ্র্যান্ড প্রাইরিতে হবে টি২০ বিশ্বকাপের খেলাগুলি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!