Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

দেশে ফিরেই চাঞ্চল্যকর অভিযোগ তানিয়া ভাটিয়ার, কী ঘটেছে তাঁর সঙ্গে?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে ফিরেই চাঞ্চল্যকর অভিযোগ তানিয়া ভাটিয়ার, কী ঘটেছে তাঁর সঙ্গে?‌

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে দেশে ফিরেই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এলেন ভারতীয় মহিলা দলের উইকেটকিপার তানিয়া ভাটিয়া। সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, লন্ডনের অভিজাত হোটেলে তাঁর রুম থেকে টাকা, গহনা, ঘড়ি, কার্ড চুরি গেছে। ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজে ভারতের স্মরণীয় জয়ের আমেজের মধ্যেই তানিয়ার খারাপ অভিজ্ঞতার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতের টি ২০ ও একদিনের দলে উইকেটকিপার হিসেবে ছিলেন তানিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, লন্ডনের ম্যারিয়ট হোটেল মাইডা ভেলে যে অভিজ্ঞতার সাক্ষী হলাম তাতে স্তম্ভিত ও হতাশ। এক ব্যক্তি হোটেলে আমার ঘরে ঢুকে ব্যাগ নিয়ে চলে যায়। ওই ব্যাগে টাকা, কার্ড, ঘড়ি ও গয়না ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গেই আমি এই হোটেলে ছিলাম।’‌ হোটেলটিকে ট্যাগ করে তানিয়া আরও লিখেছেন, ‘‌এই হোটেল একেবারেই নিরাপদ নয়।’‌

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ভূমিকাতেও হতাশ তানিয়া। এমন নিরাপত্তাহীনতার ঘটনা প্রকাশ্যে এনে তানিয়া ট্যাগ করেছেন ইসিবিকেও। লিখেছেন, আশা করি ঘটনার দ্রুত তদন্ত হবে এবং সমস্যার সমাধান করা হবে। ইসিবি যে হোটেলে আস্থা রেখে চলে সেখানেই এমন ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো। ইসিবি যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশাবাদী তানিয়া। যদিও তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কিছুই জানায়নি ইসিবি। তবে হোটেল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘‌আপনার অভিযোগ শুনে আমাদের খুব খারাপ লাগছে। কয়েকটা বিষয়ে আমরা জানতে চাই। যাতে বিষয়টির তদন্ত করতে সুবিধা হয়।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!