- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১২, ২০২৪
সামাজিক কাজের জন্য অর্থ সংগ্রহ, টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে উপলক্ষ্যে উঠল ২৪.৯০ লক্ষ

‘আমার কলকাতা, সোনার কলকাতা’র জন্য অর্থ সাহায্যে এগিয়ে এল কলকাতার বিশিষ্ট নাগরিকরা। বিশ্বের প্রথম গোল্ড লেবেল ২৫কে টাটা স্টিল কলকাতা ওয়ার্ল্ড ২৫কে কলকাতার নবম সংস্করণে কলকাতার নাগরিকরা ‘স্পিরিট অফ গিভিং’ সমুন্নত রাখতে অর্থ তুলে দিয়েছে। ৩০টি বেসরকারি স্বেচ্ছসেবীর সাহায্যে মোট ২৪.৯০ লক্ষ টাকা এখনও পর্যন্ত সংগৃহীত হয়েছে। ২০২৫ সালে ৩ জানুয়ারি পর্যন্ত এই তহবিল সংগ্রহের কাজ চলবে।
টাটা স্টিল কলকাতা ওয়ার্ল্ড ২৫কে–র অন্যতম স্পনসর ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনের উদ্যোগে মূলত এই তহবিল সংগ্রহ করা হচ্ছে। এই প্ল্যাটফর্মটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, জীবিকা, বয়স্কদের দেখাশোনা, লিঙ্গ অধিকার, প্রাণী কল্যাণের মতো বিভিন্ন সামাজিক কারণে জন্য তহবিল সংগ্রহ করেছে৷ ২০১৪ সাল থেকে ৭৫টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে উত্তর–পূর্ব এবং পূর্ব ভারতের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ করে আসছে। এখনও পর্যন্ত ৪.৩৯ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম করেছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এই সংস্করণের জনহিতকর কাজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনের সিইও দেবাশিষ রায়চৌধুরি বলেন, ‘এই বছরের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার জনহিতৈষী কাজ আমাদের সকলের একটা অসাধারণ সম্মিলিত প্রচেষ্টা। ৩০ টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থা ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমরা আমাদের অংশীদার, তহবিল সংগ্রহকারী এবং দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের অটল সমর্থন এই মিশনটিকে এগিয়ে নিয়ে গেছে।’ প্রোক্যাম ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং বলেন, ‘আমাদের সকল তহবিল সংগ্রহকারী এবং ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনকে তাদের দুর্দান্ত প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।’
শীর্ষ তহবিল সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন রাকেশ মিত্র। তিনি তুলে দিয়েছেন ১.২৩ লক্ষ টাকা। এছাড়া স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে রয়েছে টাটা মেডিকেল সেন্টার। তারা ৫.৭৩ লক্ষ টাকা সংগ্রহ করেছে। কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশন সংগ্রহ করেছে ৩.৭৫ লক্ষ টাকা। মানব উন্নয়ন কেন্দ্রও সমপরিমান অর্থ তুলে দিয়েছে। এছাড়া বিভিন্ন কর্পোরেট সংস্থাও অর্থ তুলে দিয়েছে।
❤ Support Us