- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ১৪, ২০২২
দুই কবিকে স্মরণ করবে বাংলাদেশ উপদূতাবাস, কাল সন্ধ্যায়

রবিবার, ১৫ মে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামকে স্মরণ করবে বাংলাদেশ উপদূতাবাস। ৫.৩০ এ, ৯ বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে এ উপলক্ষে একটি সাংস্কূতিক অনুষ্ঠানে যোগ দেবেন কলকাতার অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রী আর শহরের বহু বিশিষ্ট কণ্ঠশিল্পী ।
❤ Support Us