Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৪, ২০২২

লকডাউনেও মদের আসর । বরিসের ইস্তাফার দাবিতে সরব এমপিরা।

আরম্ভ ওয়েব ডেস্ক
লকডাউনেও মদের আসর । বরিসের ইস্তাফার দাবিতে সরব এমপিরা।

ব্রিটেনে তখন কঠোর লকডাউন। দেশ জুড়ে আতঙ্ক আর প্রবল নিষেধাজ্ঞা। এরকম পরিস্থিতিতেও ১০ ডাউনিং স্ট্রিটে মদের আসর বসিয়েছিলেন বিট্রিশ প্রধামন্ত্রী বরিস জনসন। ওই আয়োজনের খবর সম্প্রতি ফাঁস হতেই ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্রিটেনে। বরিসের পদত্যাগের দাবি উঠছে।বরিস ইতিমধ্যে পার্লামেন্টে তাঁর ওই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তবুও সমালোচনা তাঁর পিছু ছাড়ছে না।লেবার পার্টির দাবি অবিলম্বে বরিসকে পদত্যাগ করতে হবে । কনজারভেটিভ পার্টির কিছু সংখ্যক শীর্ষ নেতাও চাইছেন বরিসের সরে যাওয়া উচিত।

প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার বিষয়টি নিয়ে সরগরম ব্রিটেনের সংবাদমাধ্যম। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, বলা সম্ভব নয় । নেতা বদল বিট্রেনে এক জটিল প্রক্রিয়া ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!