Advertisement
  • খাস-কলম মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৯, ২০২৪

খেলার ব‌ইমেলা

নজরুল ইসলাম
খেলার ব‌ইমেলা

বইমেলার শেষ রবিবার। সন্ধের অন্ধকার ঘনিয়ে এসেছে। উদভ্রান্তের মতো একজন খুঁজে চলেছেন ৪৮০ নম্বর স্টল। এই স্টলেই বইয়ের ডালি সাজিয়ে বসেছে উত্তরণ পাবলিশার্স। কাশীনাথ ভট্টাচার্যর ‘‌কাতারের কিসসা’‌ পাওয়া যাচ্ছে ৪৮০ নম্বর স্টলেই। সুদূর কৃষ্ণনগর থেকে এসেছেন খেলা পাগল দীপঙ্কর বিশ্বাস। বইটা সংগ্রহ করেই ফিরবেন। আর স্টল খুঁজতে গিয়েই উদভ্রান্ত।

শুধু দীপঙ্কর বিশ্বাসই নয়, এইরকম খেলা পাগল পাঠক আরও অনেকেই রয়েছেন। কেউ ফুটবল, কেউ আবার ক্রিকেটের ভক্ত। তাদের জন্য এবারের বইমেলায় অনেক লেখকই বই লিখেছেন। সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, শিশু সাহিত্য, রম্য রচনা, আত্মজীবনী, লিটল ম্যাগাজিনের পাশাপাশি খেলার ওপর বই নিয়েই পাঠকদের কম চাহিদা নেই।

এবারের বইমেলা উপলক্ষ্যে কাশীনাথ ভট্টাচার্য যেমন ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে লিখেছেন ‘‌কাতারের কিসসা’‌। উত্তরণ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইয়ের দাম ৩৭৫ টাকা। কাতার বিশ্বকাপের খুঁটিনাটি বইতে তুলে ধরেছেন কাশীনাথ ভট্টাচার্য। এছাড়া তাঁর ‘‌মারাদোনা’‌, ‘‌বিশ্বকাপ:‌ ইতিহাস–বিতর্ক–গল্প’‌ বইয়েরও জনপ্রিয়তা কম নেই। এছাড়া বিখ্যাত সাংবাদিক দেবাশিস দত্তর ‘‌বিরাট অমনিবাস’ও দেদার বিকোচ্ছে এবারের বইমেলায়। দীপ প্রকাশনের এই বইয়ের দাম ৪৬০ টাকা। আজকাল প্রকাশনার ‘‌ক্রিকেট ক্লাসিক’ও খেলাপ্রেমী পাঠকদের হাতে হাতে।

শুভ্রাংশু রায় ও শান্তনু চক্রবর্তী সম্পাদিত উর্বি প্রকাশনার ‘‌স্মৃতিসত্তায় মোহনবাগান’‌ বইটিও অনেকের কাছে আকর্ষণ। ‘ইস্টবেঙ্গল’‌, ‘‌মোহনবাগান’‌, ‘‌খেলার রাজা ফুটবল’‌ ও ‘‌মারাদোনা’‌– শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের এই চারটি বই একত্রিত করে সম্পাদনা করেছেন সুমিত গঙ্গোপাধ্যায়। এছাড়া বইমেলা উপলক্ষ্যে কলকাতা ফুটবল নিয়ে ‘অচর্চিত ঘটনা, তথ্য–পরিসংখ্যানসহ ‌কলকাতা ফুটবল’ লিখেছেন প্রশান্ত গুপ্ত। অর্ঘ বন্দ্যোপাধ্যায়ের ‘‌দাদা আনলিমিটেড’ও পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সুস্মিতা গঙ্গোপাধ্যায়ের ‘‌স্বপ্নের উড়ান’‌, সন্ময় দে–র ‘‌ময়দানের মহারথীরা’‌, বইগুলিও এবারের বইমেলার বিশেষ আকর্ষণ।

খেলার ওপর উপন্যাসধর্মী বইয়ের সংখ্যা অবশ্য খুবই কম। একসময় মতি নন্দীর ‘‌স্ট্রাইকার’‌, ‌‘‌স্টপার’‌, ‘‌কোনি’‌ কিংবা অশোক দাশগুপ্তর ‘‌সিদ্ধার্থ সেন’‌, গৌতম ভট্টাচার্যর ‘‌বারপুজো’‌, ‘উইকি’‌ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবারের বইমেলায় সাংবাদিক–লেখক সব্যসাচী সরকারের উইকেটকিপারের লড়াই নিয়ে ‘‌গ্লাভসে লুকোনো পৃথিবী’‌ অবশ্য অন্য প্রকাশিত বইগুলির তুলনায় সম্পূর্ণ ভিন্নধর্মী। এই লেখকের আগে প্রকাশিত ‘‌র‌্যাকেট কন্যা’‌, ‘‌বিষাক্ত বাইশ’‌ উপন্যাস দুটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্য খেলার বইয়ের প্রায় সবগুলিই স্মৃতিকথা কিংবা তথ্য ও পরিসংখ্যানধর্মী। সেই জায়গায় সব্যসাচী সরকারের উপন্যাসগুলি সম্পূর্ণ ভিন্ন স্বাদ এনে দিয়েছে পাঠকের মনে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!