Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১৩, ২০২৩

অস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফিরলেন যাঁরা

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফিরলেন যাঁরা

চলচ্চিত্র শিল্পের জগতে অস্কার সর্বোচ্চ সম্মান রূপে স্বীকৃত। বহু চলচ্চিত্রকার , অভিনেতা,অভিনেত্রী ও কলাকুশলীরা জীবনে অন্তত একবার অস্কার জয়ের স্বপ্ন দেখেন। তাই দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হওয়ার পরও অস্কারের জন্য কোনো ছবি মনোনীত না হলে তা নিঃসন্দেহে বেদনা দায়ক। আবার কিছু স্বল্প পরিচিত ছবির পুরস্কার পাওয়া তেমনই বিস্ময়ের।

৯৫ তম আকাদেমি অ্যাওয়ার্ডসে এরকম  বেশ কিছু ছবি রয়েছে যারা সম্ভাবনা থাকা সত্ত্বেও পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে। যেমন প্রথমেই উল্লেখ করতে হয় শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস।’ দুজন যুবকের বন্ধুত্ব এবং দিল্লির কালো চিলেদের বাঁচানোর জন্য তাঁদের লড়াই সমালোচকদের দ্বারা প্রশংসিত হলেও অস্কারের কোনো বিভাগেই পুরস্কার পায়নি। এছাড়াও রয়েছে ‘ব্যাটম্যান’-এর মত সিনেমা। যা অন্তত সেরা শব্দ বিভাগে মনোনীত হতে পারত বলে মনে করছেন সমালোচকরা কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি।

এছাড়া রয়েছে কলিন ফ্যারেল অভিনীত ‘ব্যানশিস অফ ইন্সিরিন’ যা সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হওয়ার কথা থাকলেও তা অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা পাইনি। যা ছবির কলাকুশলী থেকে সকলকে গুণমুগ্ধ দর্শক সবাইকেই অবাক করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!