Advertisement
  • বি। দে । শ
  • এপ্রিল ১, ২০২৪

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইজরায়েলে জন বিক্ষোভ অব্যাহত

আরম্ভ ওয়েব ডেস্ক
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইজরায়েলে জন বিক্ষোভ অব্যাহত

ফের জনবিক্ষোভের মুখে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । দীর্ঘ ছয় মাস ধরে গাজার সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে জড়িয়েছে সেদেশ । যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ । গাজায় হামাসের হাতে আটক বহু সামরিক ও অসমারিক ইজরায়েলি । বন্দিদের মুক্তি নিয়ে সরকারি উদাসীনতার বিরুদ্ধেই এই জনরোষ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রবিবার রাত থেকেই জেরুজালেমে বিক্ষোভ শুরু হয়েছে ।

হাইফা, বে’য়ের শেভা-সহ একাধিক শহর থেকে তেল আভিভ ও জেরুসালেমে জমায়েত করেন বহু মানুষ । শামিল হন বন্দিদের পরিবার-পরিজনও । তাদের আশঙ্কা এই যুদ্ধ যত দীর্ঘ হবে বন্দিরা তত বেশি মারা যাবে । ইজরায়েলি পার্লামেন্টের চারপাশে হাজার হাজার মানুষ জমায়েত করেন । এই বিক্ষোভে নতুন সরকার গঠনের জন্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয় । বিক্ষোভকারীদের একাংশ পৌঁছে যান নেতানিয়াহুর বাসভবনেও । পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের । ১৬ জনকে গ্রেফতারও করা হয়েছে ।

৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন । আটকও হন বহু । এরপরই নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে । পরে গাজায় পাল্টা ইজরায়েলি হামলা শুরু হলে বিক্ষোভ খানিকটা প্রসমিত হলেও, রবিবার থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠে ।

জনবিক্ষোভের পর সেদেশের সংবাদ মাধ্যমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, দিন কয়েকের মধ্যেই তার সরকার সমস্যা সামাধানে আত্মবিশ্বাসী । গাজার সঙ্গে যুদ্ধে, তাদের জয় নিশ্চিত, এইরকম এক মুহূর্তে নির্বাচন হলে তা দেশকে কয়েক মাসের জন্য পঙ্গু করে দেবে । দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সেদেশের প্রধানমন্ত্রীর এই আশ্বাস বাণী কতটা জন বিক্ষোভকে প্রসমিত করতে পারবে, সে নিয়ে উঠছে প্রশ্ন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!