- এই মুহূর্তে দে । শ
- মে ২৩, ২০২৪
বুকে কমল। বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকেও বিজেপির হয়ে প্রচার করছেন সি ভি আনন্দ বোস, আজ নির্বাচন কমিশনকে এই অভিযোগ জানিয়েছে শাসক দল তৃণমূল। দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ পত্র দাখিল করেছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। তার সাথে এই অভিযোগের সমর্থনে তিনটি ছবি জমা দিয়েছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে রাজ্যপালের কাঁধের হলুদ উত্তরীয়ে একটি পদ্মের ব্যাজ আঁটা রয়েছে। (ছবির সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ।’) ডেরেক দাবি করেন, সেন্ট্রাল এভিনিউয়ের একটি রাম মন্দিরের উদ্বোধনে তিনি এমন ‘বিতর্কিত’ পোশাক পরেছিলেন।
Governor with BJP symbol.
Hon’ble Governor should clarify whether this picture is TRUE or not. He should clarify the date and time.
If it is found that he has used the badge during his assignment as Governor, He must resign immediately. pic.twitter.com/zGr9Aqjdt3— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 21, 2024
এই বিষয়টি সর্বসমক্ষে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । ২১ মে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন , সেখানে রাজ্যপালের হলুদ উত্তরীয়তে পদ্ম চিহ্নিত ব্যাজ দেখে তিনি দাবি করেন, ওটি বিজেপি দলের প্রতীক। ডেরেক সেই ছবিটিই কমিশনে জমা দিয়েছেন। (ছবির সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ।’) ।
রাজ্যপালের ভূমিকা নিয়ে বেশ কিছুদিন ধরেই খড়গহস্ত তৃণমূল। শ্লীলতাহানির অভিযোগের সঙ্গে এবার নবতম সংযোজন ‘পদ্ম ফুলের ব্যাজ’ বিতর্ক। নির্বাচনী প্রক্রিয়াতে আনন্দ বোসের অতি সক্রিয় ভূমিকা নিয়েও ক্ষুব্ধ ঘাস ফুল শিবির। ডেরেক কমিশনের উদ্দেশ্যে লেখা অভিযোগ পত্রে লিখেছেন, রাজ্যপাল লোকসভা ভোট চলাকালীন ‘লোগ সভা পোর্টাল’ নামে একটি পোর্টাল খুলেছেন। বাংলার মানুষের অভাব অভিযোগ শোনা হবে তাতে। ‘আদর্শ আচরণবিধি’ চলাকালীন এই ধরণের পদক্ষেপ গ্রহণ সম্পূর্ণ ‘বেআইনি’ বলে উল্লেখ করেছেন ডেরেক । তাঁর আবেদন, কমিশন অবিলম্বে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন।
তবে রাজ্যপালের ভাইরাল ছবি নিয়ে কুণাল ঘোষ আবার তাঁর দিকেই প্রশ্নের তির ছুঁড়েছেন। তিনি বলেছেন,’রাজ্যপালকে স্পষ্ট করতে হবে এই ছবি সত্যি না মিথ্যে। রাজ্যপালের পদে থেকে তিনি যদি বিজেপির প্রতীক পোশাকে লাগিয়ে ঘোরেন, তবে তাঁর পদত্যাগ করা উচিত।’
❤ Support Us