- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২০, ২০২৩
সিবিআই জেরা শেষে বেরিয়ে অভিষেক বললেন, “৯ ঘণ্টা ৪০ মিনিট, পুরোটাই শূন্য, অশ্বডিম্ব, সিবিআই তার নিরপেক্ষতা আগে প্রমাণ করুক

টানা ৯ ঘণ্টা ৪০ মিনিট সিবিআইর জেরার পর শনিবার রাতে নিজাম প্যালেস সিবিআই দফতর থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “এই জেরার নির্যাস শূন্য, অশ্বডিম্ব। যাঁরা জেরা করলেন তাঁদেরও সময় নষ্ট আর আমারও সময় নষ্ট। আসলে নবজোয়ার যাত্রার সাফল্য দেখে সেই যাত্রাকে বানচাল করার জন্য এটা হল একটা রাজনৈতিক প্রয়াস। তবে আমাকে ধমকে চমকে চুপ করিয়ে রাখতে পারবে না। আমি মাথা উঁচু করে চলি মাথা উঁচু করেই চলবো।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সিবিআই জেলা শেষে বেরিয়ে এসে নিজাম প্যালেস কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে যা বললেন তাতে তিনি একটা বিষয়ে স্পষ্ট করে দিলেন বিজেপি তাঁকে ভয় পায়। তাই তাঁকে টার্গেট করেছে।
এদিন সাংবাদিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, কুন্তল ঘোষ আপনার নাম করে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে শক্তি বাড়িয়েছেন। আমি বলব আমার পরিবারকে দেখতে। আপনি একজন দায়িত্বশীল নেতা এটা আপনি মানেন কি করে? উত্তরে অভিষেক নলেন, “কুন্তলকে দল বহিস্কার করেছে। ও কি বলছে আমি তার কি বলব?” এর পরই অভিষেক বলেন, “কুন্তল টাকা নিয়েছে শুনেছেন। আর শুভেন্দু অধিকারীকে টাকা নিচ্ছে টিভিতে দেখেছেন। আপনাদের সাহস আছে অমিত শাহকে প্রশ্ন করার কেন শুভেন্দুকে শুভেন্দুকে টাকা নিতে দেখে কিছু করছেন না? অমিত শাহ তো আবার কলকাতায় আসবেন। জিজ্ঞাসা করবেন ওনাকে, দেখব কেমন সাহস। আমি সব প্রশ্নের তো উত্তর দিচ্ছি।”
এদিন অভিষেক সুকন্যা মণ্ডলের গ্রেফতারির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমি দুর্নীতির সমর্থন না করেই বলছি, সুকন্যা মণ্ডলের ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে তাই তাঁকে গ্রেফতার করল। অমিত শাহর ছেলের ১৬ হাজার গুণ সম্পত্তি বেড়েছে, সে দুবাই, জার্মানি ঘুরছে। তাকে তো সিবিআই, ইডি ধরার সাহস দেখাচ্ছে না! কি অমিত শাহর ছেলে বলে?”
সিবিআইর নিরপেক্ষতা নিয়ে এদিন আবার প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, “কুন্তলের চিঠির জন্য আমায় যদি সিবিআই ডাকতে পারে তাহলে কেন সুদীপ্ত সেনের চিঠির জন্য শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরীকে ডাকছে না? এর পরও বলবেন সেটিং? তাহলে কি যাদের সিবিআই, ইডি ডাকছে তাঁদের সঙ্গে সেটিং আর যাঁদের ডাকছে না তাঁদের সঙ্গে সেটিং নয়?”
অভিষেক এদিন বুঝিয়ে দেন যে যখন কেন্দ্রে থাকে সে তখন সিবিআই,ইডিকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। তারপর অভিষেক নলেন, “আমি কোনও, সিবিআই,ইডি,এনআইএ কে ভয় পাই না। আসলে নবজেয়ারের ছবি সোশাল মিডিয়ায় দেখে ঘুম ছুটে গেছে। তাই নবজেয়ার বানচাল করার জন্য ২০ ঘণ্টার নোটিশে আমায় ডাকল। আমি সোমবার আবার ১০ গুণ বেশি উদ্যমে নবজোয়ার শুরু করব। যদি আবার ডাকে? আসব তদন্তে সহযোগিতার জন্য। তবে একজন নাগরিক হিসাবে আমার অধিকার আছে সমস্ত আদালতে যাওয়ার, শীর্ষ আদালতে যাওয়ার। আমি আগেও বলেছি আজও বললাম আগামী দিনেও বলব, আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে দেখাক। আগে যাদের টিভিতে টাকা নিতে দেখা গেছে তাদের ডেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রমাণ করুক তারা নিরপেক্ষ।”
❤ Support Us