- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৬, ২০২৪
বহরমপুরে শুটআউট, নিহত এক। কাটোয়ায় উদ্বার তাজা বোমা

বুধবার ভোরে মুর্শিদাবাদের বহরমপুরে শ্যুটআউট । প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন রাজ্যের শাসক দলের স্থানীয় নেতা । ঘটনাটি ঘটেছে বহরমপুরের রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের গোয়ালজান নাথপাড়া এলাকায় । মৃতের নাম প্রদীপ দত্ত । গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
রাধারঘাট পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত এদিন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন । নিজের গ্রামের রাস্তার উপর দিয়েই তিনি হাঁটছিলেন । অভিযোগ, তখনই মোটরবাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রদীপ । গুলির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা । আশঙ্কাজনক অবস্থায় তাঁরা প্রদীপকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ । প্রদীপ দত্ত পেশায় ব্যবসায়ী এবং তৃণমূল সমর্থক । কে বা কারা তাঁকে খুন করল সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পায়নি পুলিশ। অনুমান ব্যক্তিগত কোনও শত্রুতার কারণেই তাঁকে খুন করা হতে পারে। যদিও এলাকাবাসীরা রাজনৈতিক কারণ উড়িয়ে দিচ্ছেন না।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। জানা গিয়েছে, প্রদীপের সঙ্গে আরও এক ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন । তবে ঘটনার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি ।
সোমবার রাতেই বোমাবাজিতে তেতে উঠেছিল সালার । একই দিনে রানিনগরেও বিস্ফোরণের ঘটনা ঘটে । দুই ঘটনাতেই আক্রান্ত হয়েছে তৃণমূল । সালারের ঘটনায় বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে । মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী । রানিনগরেও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির কাছে একটি মাঠে বোমা বিস্ফোরণ হয় সোমবার । তবে এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি । ঘর বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।
কাটোয়ার করজগ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রাম লাগোয়া ক্যানেলের পাশের ঝোপ থেকে, মঙ্গলবার ১০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । ঝোপের মধ্যে নাইলনের একটি ব্যাগ দেখতে পান এলাকার লোকজন । খবর পেয়ে ছুটে আসে পুলিশ । বোমা গুলি হাতে বানানো। বোমাগুলি কে বা কারা কীজন্য রেখেছে, তার খোঁজখবর শুরু করেছে পুলিশ ।
❤ Support Us