Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৯, ২০২৩

লক্ষ্য লেনিন।কাঁটাতার পেরিয়ে দুই বাংলার পাঁচ বাঙালির প্রস্তুতি তুঙ্গে। জুন শেষেই সফর শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
লক্ষ্য লেনিন।কাঁটাতার পেরিয়ে দুই বাংলার পাঁচ বাঙালির প্রস্তুতি তুঙ্গে। জুন শেষেই সফর শুরু

‘পৃথিবীর ছাদ’-এ আরোহণ করবেন দুই বাংলার পর্বতারোহী। হিমালয়ের একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছেন তাঁরা। এবার পামির পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় পৌছানোর জন্য লক্ষ্য স্থির করেছেন। প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৫ জুন দিল্লি থেকে কিরঘিজস্তানের উদ্দেশে যাত্রা শুরু হবে তাঁদের।

কিরঘিজস্তান-তাজিকিস্তানের সীমান্তে থাকা পামির পর্বতের শৃঙ্গটির নাম লেনিন। উচ্চতা ৭১৩৪ মিটার। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অঙ্গ ছিল কিরঘিজস্তান ও তাজিকিস্তান। তাই ভ্লাদিমির ইলিচ উলিয়ানভের মৃত্যুর পর ১৯২৮ সালে তাঁর দলের সদস্যরা স্থির করেন, পামিরের উত্তর দিকের ট্রান্স-আলয় পর্বতমালার সর্বোচ্চ এই শৃঙ্গের নাম তাঁদের প্রিয় কমরেডের নামে হবে। সে বছরই প প্রথম এর শিখর স্পর্শ করা হয়। সেই থেকে সোভিয়েতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে ওঠে লেনিন। পরে ২০০৬ সালে তাজিকিস্তান নতুন নাম দেয় যা হল ইবনে সিনা। তবে, পূর্বনামেই এটি জনপ্রিয় হয়ে আছে। অত্যন্ত দুর্গম এ জায়গা বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে পর্বতারোহী দেবাশিস বলেছেন, পাহাড়ে ১৬টি রুট রয়েছে, যেখানে বহু দেশের অভিযাত্রীরা গিয়েছেন। তবে যত দূর জানি, ও দুই বাংলার কোনও বাঙালি এখনও শীর্ষে পৌঁছননি। তাই তাঁদের এ উদ্যোগ।

দেবাশিসের সফর সঙ্গী হয়েছেন মলয় মুখোপাধ্যায়।। দুজনেই আগে এভারেস্ট জয় করেছেন। তিনি জানিয়েছেন, কোভিডের আগেই লেনিন শৃঙ্গ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলাম। কোভিড-আবহে তা থমকে যায়। ভবিষ্যতে হয়তো আমাদের দেখেই মধ্য এশিয়ায় পর্বতাভিযান ভারতের আরোহীদের কাছে জনপ্রিয়হয়ে উঠবে। আর তাছাড়াও খরচের দিকটি নিয়েও তাঁরা ভাবনা চিন্তা করেছেন। নেপালের তুলনায় অনেক কম ব্যয়ে একমাসের এ অভিযান তাঁরা সম্পন্ন করা সম্ভব হবে। পরিকল্পনা রয়েছে আশাপাশে অন্তত চার-পাঁচটি সংলগ্ন শৃঙ্গে পা রাখার। খুব ব্যায়বহুল হলে তা সম্ভব হত না বলেই জানাচ্ছেন তিনি।

দেবাশিস-মলয় সঙ্গে যাবেন বছর বাষট্টির আরোহী কিরণ পাত্র। আর থাকবেন বাংলাদেশের বাবর আলি এবং আহমেদ তনবির। বছর চৌত্রিশের বাবর পেশায় চিকিৎসক। সম্প্রতি, কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেলে ভ্রমণ করেছেন । ভারতে একাধিক পর্বতাভিযানে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে ছত্রিশ বছর বয়সী ঢাকাবাসী আহমেদের।

চট্টগ্রামবাসী বাবর বলেছেন, সাইকেল চালাতে এসে মলয়ের সফরসঙ্গীকে হওয়ার হাতছানিকে উপেক্ষা করা সম্ভব হয়নি। পর্বতারোহী হিসাবেই নিজের পরিচয় দিতে ভালবাসি। সাতহাজারি শৃঙ্গে প্রথম যাচ্ছি বটে, তবে নেপালের ছ’হাজারি আমা দাবলামের মতো কঠিন শৃঙ্গে অভিযান করে এসেছি। হিমাচল, উত্তরাখণ্ডের পাহাড়েও গিয়েছি। তাই লেনিন শৃঙ্গ অভিযানে বেশি অসুবিধা হবে না

পর্বতারোহীরা তাঁদের আসন্ন অভিযান নিয়ে স্বভাবতই উত্তেজিত। তাঁরা বলেছেন  অচেনা দেশ দেখার আনন্দ  তো আছেই দেবাশিসের জানিয়েছেন  কিরঘিজস্তান খুব সুন্দর দেশ। সম্ভব হলে পুরো দেশটা ঘুরতে চাই। এখানকার জীবনযাপন দেখতে চাই। চেষ্টা করব যদি ভিসার মেয়াদ একটু বাড়াতে পারি। পাশেই রয়েছে মোগল সম্রাট বাবরের জন্মভূমি উজবেকিস্তান। দুদেশের মধ্যে সংস্কৃতিগত কোনো  সাদৃশ্য আছে কিনা তাও খুঁজে দেখবেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!