- এই মুহূর্তে
- এপ্রিল ১, ২০২২
অভিযোগ ব্যবসায়ীকে ডেকে পাঠিয়ে ছিনতাই সোনার চেন, টাকা । ধৃত দুই যৌনকর্মী ।

ছবি: সংগৃহীত
একজন ব্যবসায়ীকে মারধর এবং তাঁকে আটকে রাখার অভিযোগে নিষিদ্ধপল্লির দুই যৌনকর্মীকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিস । ব্যবসায়ী লেকটাউনেরই বাসিন্দা ।অভিযোগ, দুই যৌনকর্মী মহিলা ব্যবসায়ীকে প্রলোভন দেখিয়ে একাধিকবার তাঁদের বাড়িতে ডেকে পাঠান । এ সুযোগে দুই মহিলা ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা ও গয়না হাতিয়ে নেন । বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ী তাঁদের ডাকে সম্মত হয়ে নিষিদ্ধপল্লিতে গিয়ে দেখা করেন । তখনই তাঁর সোনার চেন ও টাকা পয়সা কেড়ে নিয়ে আটকে রেখে মারধর করা হয় । ব্যসায়ী লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিস দুই যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে । পুলিসের জেরায় দুজনই স্বীকার করেছেন, পেশায় তাঁরা যৌনকর্মী । বিভিন্ন ব্যবসায়ীকে শারিরীক মোহ দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া তাঁদের অভ্যাস । আজ ধৃত দুই যৌনকর্মীকে বিধাননগর আদালতে পেশ করা হয় ।
❤ Support Us