Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৬, ২০২৪

শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ মেয়েদের সাফ কাপের ফাইনালে ভারত, সামনে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ মেয়েদের সাফ কাপের ফাইনালে ভারত, সামনে বাংলাদেশ

প্রথমার্ধে সমানে সমানে লড়াই। দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নেহাদের ঝড়ে উড়ে গেল নেপাল। নেপালকে লিগ পর্বের শেষ ম্যাচে ৪–০ ব্যবধানে উড়িয়ে মেয়েদের অনূর্ধ্ব ১৯ সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার ভারত ফাইনালে আয়োজক ও গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে।
রাউন্ড–রবিন লিগের প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে ১০–০ ব্যবধানে জিতেছিল ভারত। পরের ম্যাচে বাংলাদেশের কাছে ১–০ ব্যবধানে হারে। এদিন নেপালের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল। ম্যাচের শুরু থেকেই দারুণ আধিপত্য ছিল ভারতের। নিজের গতি ব্যবহার করে বাঁদিক দিয়ে বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন নেহা। বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়। কিন্তু নেপালের গোলকিপার লীলা যোশি তিন–তিনটি নিশ্চিত গোল বাঁচান।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে ভারত। নেহা, শিবানী দেবী এবং সুলাঞ্জনা রাউলরা নেপালের রক্ষণকে উন্মুক্ত করে ফেলে। অবশেষে ৫৩ মিনিটে শিবানীর সেন্টার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন নেহা। এরপর আক্রমণে ঝড় তোলে ভারত। প্রথম গোলের মিনিট পাঁচেক পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল নেহার কাছে। তিনি ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি।
অবশেষে ৮০ মিনিটে সেই নেহার গোলেই ব্যবধান বাড়ায় ভারত। পরিবর্ত হিসেবে মাঠে নামা অরিনা দেবীর কাছ থেকে বল পেয়ে ২–০ করেন। মিনিট পাঁচেক পরি সুলাঞ্জনা রাউল ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ইনজুরি সময়ে নেহার পাশ সিন্ডি রেমরুতপুই কোলনি ৪–০ করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!