- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১২, ২০২৪
আবার সেই অস্ট্রেলিয়ার কাছে হার, এবার ছোটদের বিশ্বকাপ ফাইনালে
বড় আসরে অস্ট্রেলিয়া যেন কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এরপর একদিনের বিশ্বকাপে। দাদাদের হারের বদলা নেওয়ার সুযোগ ছিল ভাইদের সামনে। কিন্তু ব্যর্থ ভাইরাও। অস্ট্রেলিয়ার কাছে হেরে সবরমতীর তীরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মাদের। এবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতেও স্বপ্নভঙ্গ উদয় সাহারানদের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। টানা দ্বিতীয়বার বিশ্বজয় হল না। অসহায় আত্মসমর্পন ভারতের। দীর্ঘ ১৪ বছর পর বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার।
বিশ্বকাপের ফাইনালের মতো আসর সবসময় চাপের। ভারত সেই চাপ নিতে পারেনি। কারণ, চ্যাম্পিয়ন হতে গেলে ভারতকে রেকর্ড রান তাড়া করে জিততে হত। গ্রুপ লিগ থেকে দুরন্ত ছন্দে থাকা ভারতীয় ব্যাটিং লাইন সেই চাপ নিতে পারেনি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারের মাথায় মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৫৩। বিশ্বকাপের ফাইনালে যা সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার হয়ে হর্জাস সিং ৫৫, হাগ ওয়েবগেন ৪৮, হ্যারি ডিক্সন ৪২ রান করেন। অলিভার পিক ৪৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রাজ লিম্বানি ৩৮ রানে ৩ উইকেট নেন।
শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে রেখেছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। ভারতের প্রথম উইকেট পড়ে ৩ রানের মাথায়। আউট হন আর্শিন কুলকার্নি (৩)। ৪০ রানের মাথায় ফিরে যান মুশির খান (২২)। এরপর ধস নামে ভারতের ইনিংসে। ১২২ রানের মধ্যে ৮ উইকেট হারায়। অধিনায়ক উদয় সাহারান (৮) থেকে শুরু করে শচীন ধাস (৯), প্রিয়াংশু মোলিয়া (৯), আরাভেল্লি অবনীশ (০) কেউ রান পাননি। আদর্শ সিং করেন ৪৭, মুরুগান অভিষেক করেন ৪২। শেষ পর্যন্ত ৪৩.৫ ওবারে ১৭৪ রানে গুটিয়ে যায় ভারত। মাহলি বিয়ার্ডম্যান ১৫ রানে ও রাফ ম্যাকমিলান ৪৩ রানে ৩টি করে উইকেট নেন।
২০১২ ও ২০১৮ সালে ফাইনালে ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। এবছর জিতে আগের দুটি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল। অন্যদিকে, দাদাদের হারের প্রতিশোধের স্বপ্ন অপূর্ণ থেকে গেল ভারতের ছোটদের কাছে।
❤ Support Us