- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৩, ২০২৪
নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, সামনে এবার দক্ষিণ আফ্রিকা
একসময় কিংবদন্তি তেন্ডুলকার শচীনের দাপট দেখেছিল বিশ্ব ক্রিকেট। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটে আরও এক শচীন এসে গেছেন। ইনি শচীন ধাস। তাঁর ও অধিনায়ক উদয় সাহারানের শতরানের ওপর ভর করে সুপার সিক্সের ম্যাচে নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ভারত। ভারতের জয় ১৩২ রানে।
ব্লুমফনটিনে সুপার সিক্সের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। ১৪ ওভারের মধ্যে ৬২ রানে ৩ উইকেট হারায়। এরপর জুটি বাঁধেন উদয় সাহারান ও শচীন ধাস। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে ২১৫ রান যোগ করেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চতুর্থ উইকেটের জুটিতে যা রেকর্ড।
৯টি চারের সাহায্যে ১০৭ বলে ১০০ রান করে আউট হন উদয়। ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০১ বলে ১১৬ রান করেন শচীন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ভারত।
ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল নেপাল। ওপেনিং জুটিতে তোলে ৪৮ রান। দীপক বোহরাকে (২২) তুলে নিয়ে জুটি ভাঙেন রাজ লিম্বানি। এরপর নেপালের ইনিংসে ধস নামান সৌম্য পাণ্ডে। ৩৮.৫ ওভারে ১২০ রানে ৯ উইকেট হারায় নেপাল। নেপালের দশম ব্যাটারকে আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৫ তোলে নেপাল। ১০ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন সৌম্য পাণ্ডে। সেমিফাইনালে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
❤ Support Us