Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৩, ২০২২

উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ ইউজিসি, এআইসিটিই-র

ইউজিসি-এআইসিটিই জানিয়েছে, পাকিস্তানের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করলে, সেই শংসাপত্রকে ভারতে স্বীকৃতি দেওয়া হবে না।

আরম্ভ ওয়েব ডেস্ক
উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ ইউজিসি, এআইসিটিই-র

ভারতীয় পড়ুয়াদের জন্য রয়েছে নতুন খবর । যেসব পড়ুয়া ভারতে রয়েছেন এবং অন্য দেশে পড়তে যাওয়ার কথা ভাবছেন তাদেরকে এবার থেকে পাকিস্তানকে এড়িয়ে চলতে হবে । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন, ভারতীয় ছাত্রদের জানিয়েছে যে তাঁরা যেন পাকিস্তানকে তাদের উচ্চশিক্ষার জন্য পছন্দের দেশ হিসেবে না বেছে নেয়। শুক্রবার জারি করা একটি যৌথ বিজ্ঞপ্তিতে, শিক্ষা সংস্থাগুলি জানিয়েছে যে যারা পাকিস্তান থেকে ডিগ্রী অর্জন করবে তাঁরা পরবর্তীকালে ভারতে চাকরি অথবা উচ্চ শিক্ষার জন্য যোগ্য হবে না । সার্কুলারটি অবশ্য পাকিস্তানি অভিবাসী যাঁদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ।

ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার শনিবার জানিয়েছেন, সাম্প্রতিক কালে বেশ কিছু ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গিয়ে আর দেশে ফেরেননি। সে কারণেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারতে বসবাসকারী নাগরিকদের পাশাপাশি অনাবাসী ভারতীয় পড়ুয়াদেরও উদ্দেশেও ওই বিজ্ঞপ্তি।ইউজিসি এবং এআইসিটিই জানিয়েছে, পাকিস্তানের কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করলে, সেই শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া হবে না। ফলে ভারতে ওই পড়ুয়াদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি, পাকিস্তানে পাওয়া ওই ডিগ্রি উচ্চশিক্ষার কাজেও ব্যবহার করা যাবে না।

তবে পাকিস্তানে পড়াশোনা করা সে দেশের যে সব পড়ুয়ারা ভারতে এসে নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন, তাঁদের কোনও সমস্যা হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতি বছরই কাশ্মীর থেকে বহু পড়ুয়া পাকিস্তানের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যান। গোয়েন্দা সূত্রের দাবি, তাঁদের অনেকেই দেশে আর ফেরেন না । সে কারণেই এই পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!