Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৬, ২০২৩

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৃতীয়বার চিঠি , ছাত্রমৃত্যু নিয়ে যাদবপুরের জবাবে এবারেও খুশি নয় শিশু সুরক্ষা কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৃতীয়বার চিঠি , ছাত্রমৃত্যু নিয়ে যাদবপুরের জবাবে এবারেও খুশি নয় শিশু সুরক্ষা কমিশন

রাজ্য শিশু সুরক্ষা কমিশন অসন্তোষ প্রকাশ করে যাদবপুরের ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবার চিঠি পাঠাল। এর আগেও শিশু সুরক্ষা কমিশনের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু’টো চিঠি পাঠানো হয়েছিল। এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৃতীয় চিঠি পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, আগের পাঠানো নোটিসের প্রেক্ষিতে যে জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছেন, তাতে সন্তুষ্ট নয় কমিশন। আর সেই কারণেই নতুন করে আবার এই নোটিস পাঠানো হল বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে তথ্য চেয়ে পাঠানো হয়েছে, তার উত্তরে বিশ্ববিদ্যালয় যা জবাব দিয়েছে তা পর্যাপ্ত নয়। পাশাপাশি, হস্টেলের আবাসিকদের সংখ্যা থেকে শুরু করে অ্যান্টি র‌্যাগিং কমিটি সংক্রান্ত যে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে চেয়ে পাঠানো হয়েছিল, তা ঠিক ভাবে দেওয়া হয়নি বলেও কমিশনের অভিযোগ। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড যে ভাবে বজায় রাখা উচিত, সেই ভাবে তা সংরক্ষিত হয়নি বলেও উল্লেখ করেছে কমিশন। বিভিন্ন ক্ষেত্রে ইউজিসির যে সব নিয়ম রয়েছে, তা-ও সঠিক ভাবে মানা হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।
এদিকে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় শিশু সুরক্ষা কমিশনের চিঠি পাঠানোর আদতে কোনও এক্তিয়ার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। সুদেষ্ণার কথায়, ‘‘আমরা দ্বিতীয় যে চিঠি পাঠিয়েছিলাম, তার যা জবাব কর্তৃপক্ষ দিয়েছে, সেই জবাবে আমরা সন্তুষ্ট নই। তাই আবার চিঠি পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে, ওঁরা রেকর্ড ঠিকমতো বজায় রেখেছেন। কিন্তু তেমন কোনও প্রমাণ আমরা পাইনি। হস্টেলের আবাসিকদের সংখ্যা এবং র‌্যাগিং বিরোধী কোনও উপযুক্ত তথ্য ঠিক মতো দেওয়া হয়নি। উল্টে বিশ্ববিদ্যালয় প্রশ্ন করা হয়েছে, আমরা কী ভাবে এর মধ্যে ঢুকতে পারি। ওঁদের অবগতির জন্য জানিয়েছি যে, মৃত পড়ুয়ার এখনও ১৮ বছর হয়নি। তাই ওই পড়ুয়া শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ারে পড়ে। আমি আশ্চর্য যে, শিশু সুরক্ষা কমিশন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে বারেই সচেতন নন।’’ এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘‘আমি এখনও কোনও রিপোর্ট দেখিনি। তবে এসেছে শুনেছি। দেখে জানাব।’’


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!