শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছেন উমেশ যাদব। প্রথম দিন নতুন বল হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি। পুরনো বলে জ্বলে উঠলেন ভারতের এই জোরে বোলার। এদিন ৩ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে দেশের মাঠে জোরে বোলারদের মধ্যে দ্রুততম ১০০ টেস্ট উইকেটের মালিক হয়ে গেলেন উমেশ। ভারতের পঞ্চম জোরে বোলার বোলার হিসেবে তিনি এই মাইলস্টোনে পৌঁছে গেলেন। মাইলস্টোনে পৌঁছতে ৪৬৫২টি বল করেছেন উমেশ।
প্রথম দিন কোনও উইকেট পাননি উমেশ। দ্বিতীয় দিন প্রথম ঘন্টায় তাঁর হাতে বল তুলে দেননি অধিনায়ক রোহিত শর্মা। পরের দিকে আক্রমণে এসেই বাজিমাত ভারতীয় দলের এই জোরে বোলারের। পুরনো বলে রিভার্স সুইংয়ের ভেলকি দেখিয়ে তুলে নেন ৩ উইকেট।
দেশের মাটিতে ঝুলিতে ৯৮ উইকেট নিয়ে ইন্দোরে খেলতে নেমেছিলেন উমেশ যাদব। দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার ইনিংসের ৭২তম ওভারের শেষ বলে ক্যামেরন গ্রিনকে এলবিডব্লিউ করে ৯৯তম উইকেটে পৌঁছে যান উমেশ। এরপর ৭৪তম ওভারের তৃতীয় বলে মিচেল স্টার্কের স্টাম্প ছিটকে দিয়ে ১০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ভারতীয় দলের এই জোরে বোলার। এরপর টড মারফির উইকেটও তুলে নেন তিনি। সেই সঙ্গে ঝুলিতে জমা হয় ১০১ টেস্ট উইকেট।
ভারতীয় জোরে বোলারদের মধ্যে ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কপিলদেব। তিনি নিয়েছেন ২১৯ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জাগাভাল শ্রীনাথ। তিনি নিয়েছেন ১০৮ উইকেট। জাহির খান ও ইশান্ত শর্মা দুজনেই ১০৪ টি করে উইকেট নিয়েছেন।
স্পিনারদের মধ্যে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। তিনি নিয়েছেন ৩৫০ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিয়েছেন ৩২৯ উইকেট। আর তৃতীয় স্থানে রয়েছেন হরভজন সিং। তিনি দিয়েছেন ২৬৫ উইকেট। জোরে বোলার ও স্পিনারদের মধ্যে ১৩তম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ১০০ উইকেট দিলেন উমেশ যাদব।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34