- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৭, ২০২৩
ভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট একাডেমির স্বীকৃতি পেল বাংলার ইউনাইটেড স্পোর্টস
দীর্ঘদিনের প্রচেষ্টার অবশেষে স্বীকৃতি পেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ভারতীয় ফুটবল ফেডারেশন প্রতিবছর দেশের ৩২ ক্লাবের একাডেমিকে স্বীকৃতি দেয়। এই ৩২টি ক্লাবের মধ্যে বাংলা থেকে একমাত্র স্থান পেয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভিশন ২০৪৭ প্রোজেক্ট চালু করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই প্রোজেক্টে মূলত যুব লিগ এবং একাডেমির দিকে বিশেষ নজর দিয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। বিভিন্ন ক্লাবের বয়স ভিত্তিক দল, একাডেমির পরিকাঠামো, ক্লাবের মাঠ, কোচিং স্টাফ, ফিটনেস ট্রেনিংয়ের ব্যবস্থা, আবাসিক শিবির সবকিছু খতিয়ে দেখে ৩২টি ক্লাবকে শংসাপত্র দেয় ভারতীয় ফুটবল ফেডারেশন। বাংলার একমাত্র ক্লাব হিসেবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এই স্বীকৃতি পেল। পেছনে ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান মহমেডানের মতো বাংলার সেরা ক্লাবগুলিকে।
এই স্বীকৃতিতে অবশ্য ফেডারেশনের কাছ থেকে কোনও আর্থিক সুযোগ-সুবিধা পাওয়া যায় না। শুধুমাত্র শংসাপত্র দিয়েই ক্ষান্ত থাকে ফুটবল ফেডারেশন। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্তা নবাব ভট্টাচার্য নিজের উদ্যোগে স্পনসর জোগাড় করে এবং ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহ করে দীর্ঘদিন ধরেই শ্যামনগর তরুণ সংঘের মাঠে এই একাডেমি চালিয়ে আসছেন। একাডেমিতে বিদেশি কোচ বিদেশি সাপোর্ট স্টাফসহ আধুনিক মানের সুযোগ-সুবিধা রয়েছে। এই একডেমি থেকেই বেশ কয়েকজন যুব ফুটবলার উঠে এসেছে।
স্বীকৃতি প্রসঙ্গে ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য বলেন, “এই স্বীকৃতি অবশ্যই আমাদের কাছে গর্বের। যদিও এর ফলে কোনও আর্থিক সুযোগ-সুবিধা আমরা ফেডারেশনের কাছ থেকে পাব না। আমাদের এই সম্মান ধরে রাখার জন্য চ্যালেঞ্জ অনেক বেড়ে গেল। কারণ আমাদের এই স্বীকৃতির ধরে রাখতে হবে। রাজ্য সরকার যদি আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়ায় তাহলে এই একাডেমিকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব।”
❤ Support Us