Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৮, ২০২২

ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জে সরব মার্কিন বিদেশসচিব । মস্কো থেকে বহিষ্কৃত কূটনীতিক ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জে সরব মার্কিন বিদেশসচিব । মস্কো থেকে বহিষ্কৃত কূটনীতিক ।

পূর্ব ইউরোপে উত্তেজনা বাড়ছে । সীমান্তে ক্রমাগত সেনা পাঠাচ্ছে রাশিয়া । বৃহস্পতিবার উপগ্রহচিত্রে দেখা গেল রাশিয়া, ইউক্রেন সীমান্তে ক্রমাগত সেনা পাঠচ্ছে । সামরিক সরঞ্জামও বাড়াচ্ছে । উপগ্রহচিত্র দেখেই এবার রাষ্ট্রপুঞ্জে সরব হল আমেরিকা। মস্কোর আশ্বাস নাকোজ করে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেন সীমান্তে রুশ ফৌজের যুদ্ধের প্রস্তুতি অব্যাহত। যে কোনও সময় প্রতিবেশী দেশে আক্রমণের নির্দেশ দিতে পারেন পুতিন । রাশিয়া এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে । কিন্তু ব্লিঙ্কেন দাবি করেছেন, রাষ্ট্রসঙ্ঘে রাশিয়াকে লিখিত প্রতিশ্রুতিও দিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার আবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে, ‘আমরা আশঙ্কা করছি কয়েক দিনের মধ্যেই আক্রমণ শুরু করবে রুশ সেনা।’ এরই মধ্যে মস্কোর একজন আমেরিকান কূটনৈতিককে রাশিয়া বরখাস্ত করেছে। এই ঘটনার পতিক্রিয়া অবসম্ভাবী পশ্চিমের দেশগুলির সঙ্গে পুতিন সরকারের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!