- বি। দে । শ
- মে ১৪, ২০২৪
ইরান ভারত চুক্তি ঘিরে মার্কিন হুঁশিয়ারি

ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন যে কোনও দেশের কাছেই ঝুঁকি। ইরান ও ভারতের মধ্যে চাবাহার চুক্তির পরপরই এমনি সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও ভারতের চাবাহার বন্দর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর সম্পর্কে তারা ওয়াকিবহাল।
ভারত–ইরান চাবাহার চুক্তির প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের উপ–মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘ইরান এবং ভারত চাবাহার বন্দর সম্পর্কিত চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিয়ে আমরা অবগত। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলি বহাল রয়েছে এবং আমরা সেগুলি প্রয়োগ করতে থাকব। যেহেতু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত।’
নতুন চুক্তির জন্য নিষেধাজ্ঞার ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কোনও ছাড় দেবে না। সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ‘যে কোনও দেশকে ইরানের সাথে ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে। কারণ, নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও তারা নিজেদের উন্মুক্ত করছে।’ গত কয়েক মাস ধরে হামাসকে সমর্থন করছে ইরান। ইরানের কার্যকলাপের জন্য তাদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারত এবং ইরান ১০ মে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড চাবাহার বন্দর টার্মিনালকে সজ্জিত ও বিকাশের জন্য প্রায় ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। চাবাহার বন্দর হল ইরান হয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং রাশিয়া পর্যন্ত একটি বাণিজ্য করিডোর। চাবাহার বন্দরের উন্নয়নের ২০১৫ সালে ইরানের সঙ্গে ২০১৫ সালে সমঝোতা স্বাক্ষর করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইরান সফরের সময় ২০১৬ সালের ২৩ মে চুক্তিটি কার্যকর করা হয়েছিল।
❤ Support Us