Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২১, ২০২৩

ফিলিস্তিনের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে আইসিসি–র শাস্তির মুখে উসমান খোয়াজা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিলিস্তিনের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে আইসিসি–র শাস্তির মুখে উসমান খোয়াজা

পাকিস্তানের বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে জুতোতে ‌‘স্বাধীনতা একটি মানবাধিকার’‌ স্লোগান লিখে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। আইসিসি অনুমতি দেয়নি। তবে আইসিসি–র বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা থেকে সরে আসেননি খোয়াজা। কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামায় আইসিসি–র শাস্তির কবলে পড়তে চলেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
আইসিসি–র প্লেয়িং কন্ডিশনের ‘‌এফ’‌ ধারায় লেখা আছে, বিশেষ কিছু পরে মাঠে নামলে যে কোনও ক্রিকেটারকে অনুমতি নিতে হবে। কিন্তু কালো আর্মব্যান্ড পরার জন্য উসমান খোয়াজা আইসিসি–র অনুমতি নেননি। আইসিসি–র দাবি, কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমে প্লেয়িং কন্ডিশন ভঙ্গ করেছেন উসমান খোয়াজা। আইসিসি–র এক মুখপাত্র বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি–র অনুমতি ছাড়াই উসমান খোয়াজা ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন। তিনি ইসিসি–র প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন। এটা অন্যান্য নিয়ম ভঙ্গের আওতায় পড়ে।’‌
আইসিসি–র পোশাক ও সরঞ্জাম সংক্রান্ত নিয়ম ভঙ্গ করার জন্য উসমান খোয়াজাকে অবশ্য কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে না। যেহেতু খোয়াজার এটা প্রথম অপরাধ, তাই মৌখিকভাবে সতর্ক করেই ছেড়ে দেওয়া হবে। আইসিসি–র পোশাক ও সরঞ্জাম নিয়মে বলা আছে, ‘খেলোয়াড় ও দলের সাপোর্ট স্টাফদের পোশাক, সরঞ্জাম বা এমন কিছুতে ব্যক্তিগত বার্তা প্রদর্শনের ক্ষেত্রে নিজের দেশের বোর্ড ও আইসিসি–র ক্রিকেট পরিচালনা বিভাগের অনুমতি নিতে হবে। কোনও জিনিস ব্যবহারের জন্যও অনুমোদন লাগবে। তবে রাজনৈতিক, ধর্মীয় অথবা জাতি সম্পর্কিত কর্মকাণ্ডের কোনও বার্তা প্রদানের ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!