Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৮, ২০২২

ধর্মের দোহাই দিয়ে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। যোগী রাজ্যে হিন্দু ধর্মগুরুর আচরণে হতবাক দেশ।

মুসলিম মহিলাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষণ দাস উদাসীন আশ্রমের মহন্ত বজরং মুনি ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্মের দোহাই দিয়ে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। যোগী রাজ্যে হিন্দু ধর্মগুরুর আচরণে হতবাক দেশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বজরং মুনি দাস নামের একজন সাধু প্রকাশ্যেই মুসলিম মহিলাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষণ দাস উদাসীন আশ্রমের ওই মহন্ত এক শোভাযাত্রা চলাকালীন বলেছেন—যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব। ‘ মহন্তর সেই নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল। নবরাত্রি উপলক্ষে এক শোভাযাত্রায় কথাগুলি বলেন বজরং মুনি । তাঁর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়নি উত্তরপ্রদেশ পুলিশ। তবে সীতাপুর পুলিশের তরফে জানানো হয়েছে, একজন উচ্চপদস্থ আধিকারিক ঘটনার তদন্ত করছেন।

প্রসঙ্গত, মাস তিনেক আগে উত্তরাখণ্ডের হরিদ্বারের এক ধর্মসভায় নিন্দনীয় ভাষায় সংখ্যালঘুদের আক্রমণ করা হয়। এমনকী, মুসলিম নিধনে ‘সাচ্চা’ হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার নির্দেশও দিয়েছিলেন হরিদ্বারের ধর্মসভায় উপস্থিত ধর্মগুরুরা। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। মূল অভিযুক্তরা এখনও ধরাও পড়েনি। এরই মধ্যে উত্তরপ্রদেশের এই নতুন ঘটনায় রিতীমতো উদ্বেগ দেখা দিয়েছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!