Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ২০, ২০২৩

জ্ঞানপীঠ জয়ী কবি নীলমণি ফুকন প্রয়াত। স্বাতন্ত্র্যে, বাক সংযমে কালোত্তীর্ণ তাঁর মহিমা

আধুনিক ভারতীয় কবিতার অন্যতম জনককে ইতিহাস ভুলবে না

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্ঞানপীঠ জয়ী কবি নীলমণি ফুকন প্রয়াত। স্বাতন্ত্র্যে, বাক সংযমে কালোত্তীর্ণ তাঁর মহিমা

কবি নীলমণি ফুকন প্রয়াত। বয়স হয়েছিল ৯০-এর কাছাকাছি। গতকাল গুয়াহাটি মেডিক্যাল কলেজে তাঁর দেহাবসান ঘটে। বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে গত কয়েকবছর জুড়ে বাড়ির বাইরে যাওয়া-আসা প্রায় বন্ধ হয়ে যায়। ঘরে বসেই পড়াশুনো করতেন। লিখতেন অন্যের সাহায্যে। কানেও কম শুনতেন। বুধবার রাতে গুরুতর অবস্থায় তাঁকে সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে স্থানান্তরিত হন গুয়াহাটি মেডিক্যাল কলেজে। চার বিশেষজ্ঞ ডাক্তার তাঁকে সরিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। ততক্ষণে তাঁর সারাদেহে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

 

নীলমণি ফুকনের জন্ম আপার আসামের গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। লেখাপড়া গ্রামের স্কুলে। পরে গুয়াহাটির কটন কলেজ আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। মেধাবী ছাত্র। পেশাজীবনে ইতিহাসের অধ্যাপক। ছাত্রাবস্থায় কটন কলেজের বার্ষিক পত্রে তাঁর কবিতা ‘জারুয়ালীর গান’ প্রকাশিত হয় ১৯৫৩ সালে। ১৯৫৪ সালে বের হয় ‘বুরঞ্জী'(ইতিহাস)। কবিতায় তাঁর প্রথম আত্মপ্রকাশই আকর্ষণ যোগ্য হয়ে ওঠে। গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে ফুকনের কবি-ব্যক্তিত্বের বিবর্তন লক্ষ্যণীয়। কম লিখতেন। বাক সংযম, স্বতন্ত্র প্রতীকের ব্যবহার, বাক্‌ প্রতিমার অভিনবত্বে এবং ইতিহাস চেতনায় জীবনানন্দ দাশের উত্তরাধিকার প্রবেশ করে তাঁর সৃষ্টিতে। আধুনিক অসমিয়া কবিতার নির্মাণে তাঁর স্বতন্ত্রতা, তাঁর মগ্ন চেতনার অবদান অসামান্য। সমকালের তরুণ কবিদের পক্ষে  তাঁর প্রভাব এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে ওঠে। তাঁর প্রকরণ আর বাক্‌সংযম   সমবেত প্রতিদ্বন্দ্বীদের প্রভাবিত করতে থাকে। ফুকনের কবিতা বিবৃতিধর্মী নয়। অনুভূতির তীক্ষ্ণতা আর সাংকেতিকতাই তাঁকে ভারতীয় কবিদের প্রথম সারিতে পৌঁছে দেয়। দেশ-বিদেশের বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০২২ সালে, জ্ঞানপীঠ পুরস্কার দিয়ে কৃতজ্ঞচিত্তে তাঁকে স্বীকৃতি জানায় ভারত। ফুকনের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হল, তা পূর্ণ হতে থাকবে নতুন কবিদের মনন আর  সৃষ্টিশীল নির্মাণে। ফুকনের প্রভাব এড়িয়ে কবিতায় নতুন ধারা তৈরির লক্ষণ এখনও অদৃশ্য, অব্যক্ত অসমিয়া সাহিত্যে। সাহিত্য আর শিল্পকলা চর্চায় ফুকনের সংযোগ কালোত্তীর্ণ হয়ে থাকবে। ভারতীয় কবিতায়  তাঁর কবি-ব্যক্তিত্বের প্রাসঙ্গিকতা অপরিহার্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!