Advertisement
  • এই মুহূর্তে স্মৃ | তি | প | ট
  • মার্চ ৯, ২০২৩

হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সদা হাস্যময় পরিচালক অভিনেতা সতীশ কৌশিক

আরম্ভ ওয়েব ডেস্ক
হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সদা হাস্যময় পরিচালক অভিনেতা সতীশ কৌশিক

প্রয়াত হলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা সতীশ কৌশিক। বৃহস্পতিবার সকালে ৬৬ বছরের সতীশের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুগ্রামে মৃত্যু হয়েছে তাঁর। দিল্লিতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন সকালে সেখানে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষপর্যন্ত প্রাণ বাঁচানো যায়নি।

সাদাকালো দু’ধরনের চরিত্র ফুটিয়ে তুলতেই দক্ষ ছিলেন সতীশ কৌশিক। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবি ‘মিস্টার ইন্ডিয়া’তে ক্যালেন্ডার নামধারী পাচকের রোলে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা এবং খ্যাতিলাভ করেন সতীশ। এই ছবিতে নায়ক অনিল কাপুর ও নায়িকা হিসেবে শ্রীদেবীর সঙ্গে সতীশের অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে বেঁচে রয়েছে।

একজন অভিনেতা কীভাবে নিজেকে বহুমুখীভাবে বিকশিত করা যায়, আজীবন নানা ছবিতে এরই নিদর্শন রেখে গেলেন সতীশ। একজন কমেডিয়ান হিসেবে সতীশ দর্শকের মন জয় করেছেন। বরাবরই হরেক কিসিমের চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। নিজেকে প্রতিভাবান হিসেবেও প্রমাণ করেছেন বারংবার।

৯০ দশকের শেষাশেষি সতীশ কৌশিকের অভিনীত কয়েকটি ছবি বলিউডের সীমানা পেরিয়ে ভারতীয় সিনেমার তালিকায় নিজের জায়গা তৈরি করেছে। এই ছবিগুলির মধ্যে স্মরণীয় ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাজন চলে শ্বশুরাল’, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া দু’টি সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’ এবং ‘দিওয়ানা মস্তানা’। ২০০৩ সালে ‘ক্যালকাটা মেল’ ছবিতে অভিনয়ের সুবাদে পুরস্কৃতও হন।

সতীশ অভিনেতা থেকে হয়ে উঠেছিলেন দক্ষ পরিচালক। চলতি বছরেও কাজ করেছেন নতুন ছবিতে। কাজ করতেই করতেই পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!